• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

নতুন এডিশনে ওয়ান প্লাস সিক্স টি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮  

সম্প্রতি আন্তর্জাতিক বাজারে এসেছে ওয়ান প্লাস সিক্স টি। এই ফোনটি এবার ম্যাকলারেন এডিশনে বাজারে আসছে। ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম ভার্সনে পাওয়া যাবে এই এডিশন। জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারী কোম্পানি ম্যাকলারেনের সঙ্গে একজোট হয়েছে ফোনটি বাজারে এনেছে ওয়ান প্লাস।সাধারণ ওয়ান প্লাস সিক্স টি ফোনের চেয়ে ম্যাকলারেন এডিশনের দাম একটু বেশি হবে।

ওয়ান প্লাস সিক্সটি ফোনে রয়েছে ৬.৪১ ইঞ্চির ফুল এইচডি প্লাস অপটিক অ্যামোলিড ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯.৫:৯। ডিসপ্লের উপরে থাকছে একটি ছোট নচ। এছাড়াও সুরক্ষার জন্য থাকছে লেটেস্ট জেনারেশনের গরিলা গ্লাস।

ফোনটি পরিচালনার জন্য রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট। অ্যানড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেমে ফোনটি চলবে।

ফোনের ডিসপ্লের নিচে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোন থেকে ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক নেই।

ফোরজি কানেকটিভিটি সমৃদ্ধ ফোনটিতে ৩৭০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের।

ছবি তোলার জন্য ওয়ান প্লাস সিক্সটি ফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ফোনে রয়েছে একটি ১৬ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর আর একটি ২০ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। আছে এই ক্যামেরায় থাকছে বিশেষ ইমেজ স্টেবিলাইজেশন টেকনোলজি। সেলফি তোলার জন্য থাকছে একটি ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।