• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

পূবাইলে ব্যবসায়ীদের মানববন্ধন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২১  

গাজীপুরের পূবাইলে স্বল্প পরিসরে স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খোলা রাখার দাবীতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীবৃন্দরা। বুধবার  সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মিরের বাজার এলাকায় গাজীপুর মহানগর ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত হয়ে ব্যবসায়ী সমিতির নেতারা জানান, গত লকডাউনে আমরা মার্কেট বন্ধ রেখে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছি। আমরা এখন প্রায় পথে বসে পড়েছি। আসন্ন ঈদ উল ফিতর কে সামনে রেখে ধার দেনা করে ব্যবসা শুরুর প্রস্তুতী নিতে নিতেই আবার লকডাউন দেয়া হয়েছে। এমতাবস্থায় যদি স্বল্প পরিসরে সাস্থ্যবিধি মেনে মার্কেট খোলা রাখার অনুমতি না দিলে পরিবার নিয়ে পথে বসা ছাড়া উপায় নেই।

তারা আরোও জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমাদের আকুল আবেদন আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছি তাদের কথা বিবেচনা করে স্বল্প পরিসরে সাস্থ্যবিধি মেনে মার্কেট খোলা রাখার অনুমতি দিলে আমরা সকলে উপকৃত হবো এবং কৃতজ্ঞ থাকবো।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর ব্যবসায়ী সংগঠনের সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, মীরের বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আমজাদ হোসেন মোল্লা, মীরের বাজার ব্যবসায়ী কল্যাণ কমিটির সভাপতি আলহাজ্ব আরমান হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, তমিজ উদ্দিন খান, শাহ আলম সহ অন্যান্য ব্যবসায়ী ও কর্মচারীবৃন্দ।