• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

বিড়ালের গলায় `ঘণ্টা` বাঁধতে...

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২১  

বাড়ির হাস মুরগী রক্ষার্থে ফাঁদ দিয়ে একটি বন বিড়াল আটক করেছে এলাকাবাসী। আটক বন বিড়ালকে শেঁকলে বেঁধে গলায় তালা ঝুলিয়ে দিয়েছে তারা। কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের মিল পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে বন বিড়ালটিকে আটক করে তারা।

স্থানীয়রা জানান, বন বিড়ালটি প্রতিনিয়ত গ্রামের অনেক বাড়ির হাঁস-মুরগী এমনকি ছাগলকেও খেয়ে ফেলে। এ কারণে হাঁস মুরগীকে বাঁচাতে গতরাতে ফাঁদ দিয়ে বন বিড়ালটিকে আটক করা হয়। বন বিড়ালটি দেখতে ওই গ্রামে ভিড় জমিয়েছে অনেকে। 

গ্রামের বাসিন্দা একরামুল হাসান বলেন, আমার মুরগির খামার আছে, এই বন বিড়ালটি আমার অনেক মুরগির খেয়ে ফেলছে। গত রাতে ফাঁদ দিয়ে বন বিড়ালটিকে আটক করা হয়। বন বিড়ালটিকে সরকারি বেসরকারি যে কোন কর্মকর্তা নজর দেওয়ার জন্য আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো হয়েছে।

তিনি আরো বলেন, শেষে কেউ যদি বন বিড়ালটিকে নিয়ে না যায় তাহলে আমরা বন বিড়ালটি গলায় ঝুনঝুনি লাগিয়ে অবমুক্ত করে দেব। যাতে কারো বাড়ি গেলে ওই বাড়িওলা টের পায়।

কুড়িগ্রাম প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল হাই সরকার জানান, বন বিড়ালটির সংরক্ষণের দায়িত্ব বন বিভাগের। ওই প্রাণীটির কোনো চিকিৎসা প্রয়োজন হলে সেটা আমরা দেব।

কুড়িগ্রামের বন কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম বলেন, বন বিড়ালটি সংরক্ষণের কোন ব্যবস্থা নাই আমাদের। তবে এটি অবমুক্ত করতে হবে। আমি এখনি অবমুক্ত করার ব্যবস্থা করছি।