• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

শঙ্কায় রোহিতের আইপিএল খেলা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৫ মার্চ ২০২১  

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর আগে যেন দলগুলোর অধিনায়কদের চোটে পড়ার হিড়িক লেগেছে। শোল্ডার ডিসলোকেটের ফলে এরই মধ্যে আইপিএলের এবারের আসর থেকে ছিটকে গেছেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক শ্রেয়স আইয়ার। এবার মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মার আইপিএল খেলা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। 

মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে চোটে পড়েছেন শ্রেয়স আইয়ার। একই ম্যাচে তার সঙ্গে চোটের তালিকায় নাম লিখিয়েছেন রোহিত শর্মা। অবশ্য দ্য হিটম্যানের ইনজুরির ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনো কিছু জানায়নি।

মঙ্গলবার প্রথম ওয়ানডে ম্যাচে ২৮ রান করে আউট হয়ে যান রোহিত শর্মা। ব্যাট করার সময় মার্ক উডের ডেলিভারি রোহিতের ডান হাতের কনুইয়ে আঘাত করে। তখন থেকেই যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। স্বল্প রানের এই ইনিংসে রোহিত দু বার ক্রিজে ফিজিওকে ডাকেন। আউট হওয়ার পর তিনি আর ফিল্ডিং করতে নামেননি।

বিসিসিআই সূত্রে খবর, রোহিতকে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে। দরকার হলে তাকে স্ক্যান করতে নিয়ে যাওয়া হবে। রোহিত শুক্রবার দ্বিতীয় একদিনের ম্যাচে হিটম্যান খেলতে পারবেন কিনা, তা বৃহস্পতিবার জানা যাবে।

এর আগে হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে আইপিএলের গত আসরে ৫ ম্যাচ খেলতে পারেননি রোহিত শর্মা। এরপর অস্ট্রেলিয়া সফরের সীমিত ওভারের সিরিজেও তাকে রাখা হয়নি। এরপর কোয়ারেন্টাইন পর্ব সেরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ দুই টেস্টে খেলেন তিনি।