• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে নিয়োগের সময় বাড়লো

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২০  

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) ২৫টি পদে চাকরির আবেদনের সময় ১৪ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। 

পরিচালক, অতিরিক্ত পরিচালক, উপরিচালক, সিনিয়র সহকারী পরিচালক, সহকারী পরিচালক ও পাবলিকেশন অফিসারসহ ২৫টি শূন্য পদে নিয়োগ আবেদনের সময় বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

শনিবার ইউজিসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য নির্ধারিত শেষ সময় ২২ এপ্রিল থেকে বাড়িয়ে ১৪ মে নির্ধারণ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ মার্চ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে আবেদন জমা দেয়ার শেষ তারিখ ২২ এপ্রিল এর পরিবর্তে ১৪ মে অফিস চলাকালীন বাড়ানো হলো।  নিয়োগ বিজ্ঞপ্তিতে অপরাপর শর্তাবলী অপরিবর্তিত থাকবে।

ইউজিসির সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। তাই পূর্বে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নিন একনজর-

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)

পদের বিবরণ

 

নিয়োগ বিজ্ঞপ্তি

নিয়োগ বিজ্ঞপ্তি

আবেদনের ঠিকানা: সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি), আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭।

আবেদনের শেষ সময়: ১৪ মে ২০২০

সূত্র: জাগোজবস ডটকম