অবৈধ ভাটার পেটে ফসলি জমি
মানিকগঞ্জ বার্তা
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২১

সরকারি খাল ও খাসজমি দখল করে সাভারের বিরুলিয়া ইউনিয়নের সাদুল্লাহপুর মৌজায় মেসার্স মাহিন ব্রিকস কোং নামে ইটভাটা গড়ে তোলা হয়েছে। এমনকি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া হয়নি। সাভার ভূমি অফিসের পাশেই বিশাল এ ভাটায় ইট তৈরির মাটি নেওয়া হচ্ছে আশপাশের ফসলি জমি থেকে।
স্থানীয় কৃষকদের অভিযোগ, ভাটার মালিক উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম মাটি কেনার জন্য তাদের কাছে প্রস্তাব দেন। রাজি না হওয়ায় এখন লোকজন দিয়ে জোর করে মাটি কেটে নিচ্ছেন।
তবে অভিযোগ অস্বীকার করে ভাটার মালিক সাইফুল বলেন, ‘ইটভাটার বৈধতার সব ধরনের কাগজপত্র রয়েছে। সরাসরি এলে দেখানো যাবে। কৃষকরা মাটি বিক্রি করেছেন। জোর করে কেটে নেওয়ার অভিযোগ ভিত্তিহীন।’
সরেজমিন বিরুলিয়া ইউনিয়নের সাদুল্লাহপুর গিয়ে দেখা যায়, খননযন্ত্র দিয়ে ১০-১৫ ফুট গভীর করে ফসলি জমির মাটি কেটে ট্রাকে করে ভাটায় নিচ্ছেন মাহিন ব্রিকস কর্র্তৃপক্ষ। ভাটায় সহজ যাতায়াতের জন্য খালে বাঁধ দিয়ে লোহার সেতু করা হয়েছে। সেখান দিয়ে মাটিভর্তি ট্রাক ও ভেকু চলাচল করছে। সম্প্রতি মাটি ফেলে খাল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এরপর এলাকাবাসী প্রতিবাদ জানালে কিছু অংশের মাটি অপসারণ করা হয়। অভিযোগ রয়েছে, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ম্যানেজ করে সাইফুল ইসলাম ভাটার মাটি নিচ্ছেন। এজন্য অভিযোগ দেওয়ার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। ভেকুচালক সুরুজ মিয়া বলেন, ‘আমাদের বলা হয়েছে জমির মালিক থেকে মাটি কেনা হয়েছে। যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, সেভাবেই মাটি কাটা হচ্ছে। ১০-১৫ ফিট গভীর করে মাটি কাটলে পার্শ্ববর্তী জমির ক্ষতি হয়। কিন্তু এ ক্ষেত্রে আমরা কী করতে পারি?’ ইটভাটার ট্রাকচালক জালাল মিয়ার কাছে মাটি কাটার তথ্য জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
মেসার্স মাহিন ব্রিকসের ব্যবস্থাপক ইসমাইল হোসেন বলেন, ‘সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের মালিকানাধীন ইটভাটায় যাতায়াতের জন্য খালের ওপর সেতু করা হয়েছে। জমির মালিক নিজেরাই মাটি বিক্রি করেছেন। আমরা তা কেটে ভাটাতে নিয়ে যাচ্ছি।’
তবে আবদুর রহিম নামে এক জমি মালিকের অভিযোগ, ‘ভাটার মালিক জমি কিনতে লোভনীয় প্রস্তাব দেন। আমরা রাজি হইনি। এখন বেশিরভাগ রাতে, কখনো দিনে-দুপুরে জোর করে মাটি কেটে নিচ্ছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজনের কাছে প্রতিকার চেয়েছি। কিন্তু তিনি কোনো পদক্ষেপ নেননি।’ আরেক কৃষক মহিদুল মোল্লা বলেন, ‘ইটভাটা কৃষি আবাদের জন্য ক্ষতিকারক। কিন্তু অনেক জমির মালিক লোভে পড়ে মাটি বিক্রি করেছেন। এ সুযোগে ভাটামালিকরা খাসজমি ও খাল দখল করে মাটি কেটে নিয়ে যাচ্ছে। তাদের কারণে আমাদের জমিতে ভাঙন দেখা দিয়েছে। বৃষ্টি হলে আরও বিপদ বাড়বে।’ তিনি আরও বলেন, ‘প্রশাসনের কাছে বলে কোনো লাভ নেই। তারাই তো ভাটামালিকদের সুযোগ করে দিয়েছে। তা না হলে ভূমি অফিসের পাশেই এমন ঘটনা কীভাবে ঘটছে?’
এ বিষয়ে আমিনবাজার ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোহাম্মদ আজগর আলী বলেন, ‘আপনাদের মাধ্যমে মেসার্স মাহিন ব্রিকস কোং নামে ভাটার খবর জানলাম। ফসলি জমির মাটি কাটলে আমাদের কী করার? তারপরও বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাব।’
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা নিপা বলেন, ‘ফসলি জমি থেকে মাটি কাটার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের ঢাকা কার্যালয়ের সহকারী পরিচালক রাজীব বলেন, ‘মাহিন ব্রিকস আমাদের থেকে কোনো অনুমোদন নিইনি। ইতিমধ্যে আমরা সাভার-আশুলিয়ায় অভিযান চালিয়ে অর্ধশত অবৈধ ইটভাটা ভেঙে দিয়েছি। বাকিগুলোও শিগগিরই গুঁড়িয়ে দেওয়া হবে।’
- লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন রোল মডেল
- প্রেম করে বিয়ে, স্ত্রীকে ৭ টুকরা করলেন স্বামী
- আজ বাংলাদেশ-ভারতের সচিব পর্যায়ের বৈঠক
- জাতীয় পর্যায়ের জয়িতা হলেন সেই রবিজান
- জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে চার বাংলাদেশি নারী বিচারক
- পদোন্নতি পেয়ে উপসচিব হলেন ৩৩৭ কর্মকর্তা
- জয়িতা সম্মাননা পাচ্ছেন ৫ নারী
- রোজায় আসছে ২৫ হাজার টন ভোজ্য তেল
- খুলনায় দেড় লাখ খুদে কণ্ঠে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ
- তৃণমূলের এক কোটি নারীর ক্ষমতায়ন হবে
- মহামারিতেও এগিয়ে চলেছে অর্থনীতি
- ‘মুজিব দর্শন’ উদ্বোধন
- ৭ মার্চের ভাষণ প্রকৃত অর্থেই স্বাধীনতার ঘোষণা: প্রধানমন্ত্রী
- আহসানউল্লাহ মাস্টারসহ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৯ ব্যক্তি
- লিঙ্গবৈষম্য সূচকে দ. এশিয়ায় সবার ওপরে বাংলাদেশ
- দেশের ইমেজ সবার আগে : প্রধান বিচারপতি
- স্বাবলম্বী হচ্ছে নারী
- পটুয়াখালীর জোড়া লাগা সেই নবজাতক ঢাকায়
- আজ আন্তর্জাতিক নারী দিবস
- ১২ এপ্রিল শ্রীলঙ্কায় যাচ্ছে বাংলাদেশ দল
- ধারাবাহিক সরকার গঠন করে মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছি
- প্লাস্টিক খাতকে প্রধান্য দিতে চায় সরকার
- বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পৃথিবীর কালজয়ী ভাষণগুলোর অন্যতম
- টঙ্গী থেকে চোলাইমদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ৭ মার্চ পালিত
- জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথমবারের মতো ৪ বাংলাদেশি নারী বিচারক
- নারী দিবসে সম্মাননা পাচ্ছেন শ্রেষ্ঠ ৫ জয়িতা
- ১০ হাজার টাকার গুজবে টাঙ্গাইলে হুমড়ি খেয়ে রেজিস্ট্রেশন
- টাঙ্গাইলে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন
- ‘জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি’
- এক সপ্তাহের মধ্যে ভ্যাকসিন পাবেন প্রাথমিকের সব শিক্ষক
- বঙ্গবন্ধু হত্যায় জড়িত থাকলে সন্মানসুচক পদবী বাতিল করা হবে।
- বছরের ভাইরাল দুই জুটি (ফটো অ্যালবাম)
- পুষ্টিপ্রাচুর্য নিরাপদ খাদ্যের ঠিকানা হবে বাংলাদেশ:প্রধানমন্ত্রী
- ব্যবসা নয়, সেবা করতে এসেছি: প্রধানমন্ত্রী
- ৯০ হাজার শিক্ষক নিয়োগ হচ্ছে!
- আবারো বিয়ের পিঁড়িতে বসছেন সানি!
- দ্রুতগতিতে বাড়ছে টিকাগ্রহণের হারঃ ৭ দিনে টিকা নিয়েছেন ৯ লাখ মানুষ
- রাতে আবাসিক হোটেলে শিক্ষার্থীদের রাখবে জাবি প্রশাসন
- তিন মাসের ছুটি নিয়ে দেড় বছর যুক্তরাষ্ট্রে সহকারী শিক্ষিকা
- তিনদিন ধরে বাড়ি ছেড়ে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
- ভাসানচরের পথে আরো ১ হাজার রোহিঙ্গা
- বড় সুখবর আসছে মাঠ প্রশাসনে
- গাজীপুরে মার্কেটে আগুন
- সবজি ক্ষেতে মিলল পাঁচটি মর্টারশেল
- পবিত্র শবে মেরাজ ১১ মার্চ
- প্রাথমিক শিক্ষা
২৬ হাজার স্কুল গেজেটভুক্তির সুপারিশ - সাভারে সাবেক সেনা সদস্য হত্যাকান্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩
- সাভারে শ্রমিককে ধর্ষণের অভিযোগে গার্মেন্টস মালিক আটক
- লেডি বাইকার সুজাতার রেকর্ড