দেশে টিকা উৎপাদন সহজ করতে আইভিআই চুক্তিতে অনুসমর্থন
মানিকগঞ্জ বার্তা
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২১

নতুন আবিষ্কৃত টিকার প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দেশে টিকা উৎপাদন আরও সহজ করতে সরকার আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউট (আইভিআই) প্রতিষ্ঠার চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করেছে। এই প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দেশে নতুন টিকা উৎপাদন সহজ হবে। ফলে দেশে স্বল্পমূল্যে টিকা পাওয়া যাবে। এমনকি বিদেশে রপ্তানির জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার যোগ্যতা অর্জনের পথও সুগম হবে। সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের কর্তকর্তারা বলছেন, সুরক্ষা অ্যাপস চালু হওয়ায় নির্ধারিত তারিখের আগে টিকা নেওয়া বন্ধ হয়ে গেছে। ফলে টিকাকেন্দ্রে শৃঙ্খলা বাড়ছে। এছাড়া সোমবার রাতে ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনকার ভ্যাকসিনের (কোভিশিল্ড) দ্বিতীয় চালানে আরও ২০ লাখ টিকা দেশে আসছে। আর দেশে প্রাণঘাতী করোনার গণ-টিকাদান শুরুর ত্রয়োদশ দিনে অর্থাৎ গতকাল সোমবার ২ লাখ ২৫ হাজার ২৮০ জন মানুষ টিকা নিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি সেন্টার ও কন্ট্রোল রুম সূত্র যায়যায়দিনকে জানিয়েছে গত ২৭ জানুয়ারি করোনা টিকা কার্যক্রম শুরুর পর গতকাল পর্যন্ত টিকা গ্রহীতার সংখ্যা ২৩ লাখ ৮ হাজার ১৫৭ জন হয়েছে। দেশে এ পর্যন্ত ১৫ লাখ ১৮ হাজার ৭১৫ জন পুরুষ ও ৭ লাখ ৮৯ হাজার ৪৪২ জন নারী টিকা নিয়েছেন।
এছাড়া প্রতিদিনের মতো সোমবার ঢাকা বিভাগে ৬৯ হাজার ৯৩৮, ময়মনসিংহে
১০ হাজার ১৪, চট্টগ্রামে ৪৯ হাজার ২৮১, রাজশাহীতে ২২ হাজার ৬৭০, রংপুরে ২০ হাজার ৩১৮, খুলনায় ৩০ হাজার ৪৬৬, বরিশালে ১০ হাজার ৬৩১ এবং সিলেটে ১১ হাজার ৯৬২ জনসহ টিকা প্রয়োগের ত্রয়োদশ দিনে অর্থাৎ গতকাল আট বিভাগে ২ লাখ ২৫ হাজার ২৮০ জন করোনাভাইরাসের টিকা নিয়েছেন। দেশে ড্রাই রানসহ এ পর্যন্ত ২৩ লাখ ৮ হাজার ১৫৭ জন টিকা নিয়েছেন। তবে এখন পর্যন্ত টিকা নেওয়ার পর ৬০৯ জনের শরীরে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।
রাজধানীর গুরুত্বপূর্ণ হাসপাতালের চিত্র :
অন্যান্য দিনের মতো সোমবার ঢাকা মহানগরীর হাসপাতালগুলোর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৩১৬ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ হাজার ৭৮ জন, স্যার সলিমুলস্নাহ মেডিকেল কলেজ হাসপাতালে ৮০০ জন, শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ১ হাজার ৬৮ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ১ হাজার ১৮০ জন, কুয়েত- বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ৬৬৮ জন, ?কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১ হাজার ২৪০ জন, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটে ১ হাজার ১৯ জন, শিশু ও মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে (মাতুয়াইল) ৬০০ জন, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ১ হাজার ৯৫০ জন, ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালে (মিরপুর) ৫৮৪ জন, ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালে ৭৬০ জন টিকা নিয়েছেন। সবমিলে গত একদিনে ঢাকা মহানগরে ৪৬টি টিকা কেন্দ্রে মোট ২৯ হাজার ৪৪১ জন করোনাভাইরাসের টিকা নিয়েছেন। তবে গতকাল রাজধানীর বাতজ্বর ইনস্টিটিউটে টিকা কার্যক্রম বন্ধ ছিল।
এদিকে মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, 'নতুন আবিষ্কৃত টিকার প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দেশে টিকা উৎপাদন আরও সহজ করতে আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউট (আইভিআই) প্রতিষ্ঠার চুক্তিতে অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু সেই ইনস্টিটিউটের পূর্ণ সদস্য হওয়ার জন্য মন্ত্রিসভার অনুমোদন দরকার, সেজন্য এ প্রস্তাব তোলা হয়েছিল। এটা কার্যকর হলে বাংলাদেশে টিকা উৎপাদন এবং এ সম্পর্কিত গবেষণা কাজে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা পাওয়া যাবে। এতে দেশের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সক্ষমতাও বৃদ্ধি পাবে। টিকা উৎপাদন, প্রয়োগ ও মান নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও যুগোপযোগী হবে।'
আনোয়ারুল ইসলাম আরও বলেন, 'আমাদের ফার্মাসিটিক্যালস উৎপাদন ও মান মোটামুটি মানসম্মত, যা বিশ্বে প্রমাণিত। সুতরাং আশা করছি খুব শিগগিরই বা দ্রম্নত এগুলো অর্জন করতে পারব। বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এটি আরও বেশি প্রয়োজন বলে অনুভূত হয়েছে।'
দেশীয় কোম্পানি গেস্নাব বায়োটেক করোনাভাইরাসের টিকা তৈরির ব্যাপারে তিনি বলেন, 'গেস্নাব বায়োটেক এখনো তো ট্রায়াল শেষ করেনি। এ বিষয়েও মন্ত্রিপরিষদ সভায় আলোচনা হয়েছে। তারা (গেস্নাব বায়োটেক) যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল মেনে করতে পারে, তাহলে তারা ট্রায়াল করবে, তারপর দেখা যাবে।'
আইভিআই এর চুক্তিতে অনুসমর্থন না করলে দেশে টিকা তৈরির ক্ষেত্রে কোনো বাধা ছিল কিনা এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, 'এতে কোনো সমস্যা না। ধরুন ফাইজারের সঙ্গে যদি কেউ চুক্তি করে, অরজিনাল চুক্তিতো ফাইজারের। এখন ফাইজার যদি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে, তাদের সব প্রোটকল অনুযায়ী, তাহলে আর ওই চুক্তি লাগে না।
'তবে নতুন করে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান, যেমন গেস্নাব বায়োটেক যদি কোনো প্রডাক্ট এখান থেকে প্রডিউস (উৎপাদন) করতে চায়, তাহলে আমাদের চুক্তির অধীনে শর্ত মানতে হবে বলে তিনি জানান।
উলেস্নখ্য, ১৯৯৬ সালের ২৮ অক্টোবর ইউএনডিপির উদ্যোগে দক্ষিণ কোরিয়ার সিউলে একটি আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউট প্রতিষ্ঠার চুক্তি হয়, যেখানে বাংলাদেশও স্বাক্ষর করেছে।
- কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু
- অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে অপশক্তিকে উৎখাত করতে হবে
- তিন কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও প্রতারক
- বাড়ি তৈরি টু যানবাহন, চাঁদা না পেলেই ‘হামলা’
- হত্যা মামলা থেকে নাম বাদ দেয়ায় প্রতিবাদ সমাবেশ
- ২১ বছর বাজাতে দেয়নি ৭ মার্চের ভাষণ: তথ্যমন্ত্রী
- জাপানে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন
- অনুসন্ধান শেষে জিয়ার খেতাব বাতিলের সিদ্ধান্ত: মুক্তিযুদ্ধ মন্ত্রী
- ‘ঘুষ দিলেই’ রাজস্বে ছাড় সাভারে!
- দীর্ঘদিন পর গণভবনের বাইরে প্রধানমন্ত্রী
- আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল পোশাক শ্রমিকের
- ৭ মার্চ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান সেজেছে ভিন্নরূপে
- বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পৃথিবীর কালজয়ী ভাষণগুলোর অন্যতম
- মুক্তিযুদ্ধের চূড়ান্ত নির্দেশনা ৭ মার্চের ভাষণ
- আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় এসআই নিহত
- জাতির পিতার প্রতিকৃতিতে সর্বস্তরের শ্রদ্ধা
- কমনওয়েলথের অনুপ্রেরণাদায়ী ৩ নারী নেতার একজন শেখ হাসিনা
- ভাসানচর অনেক বেশি নিরাপদ, বলছে ঢাবির গবেষণা
- ঢাকার খননে প্রাণ ফিরছে
- জাতিসংঘের সব দাপ্তরিক ভাষায় ৭ মার্চের ভাষণ নিয়ে গ্রন্থ
- পোশাক শ্রমিকরা বীমা সুবিধায় আসছেন
- আলুর ভালো দামে চাষির মুখে হাসি
- বাংলাদেশের সাফল্যের প্রশংসায় ইতালির রাষ্ট্রপতি
- বিদেশিদের টিকা নিবন্ধন শুরু ১৭ মার্চ
- কপিরাইটের উদ্যোগ বঙ্গবন্ধুর সব ভাষণ
- ক্ষোভে ফুঁসছে তৃণমূলের নেতাকর্মীরা
- বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্বের শোষিত-মুক্তিকামী মানুষকে প্রেরণ
- ৭ মার্চের ভাষণ বাঙালির মুক্তির ডাক: রাষ্ট্রপতি
- ঐতিহাসিক ৭ মার্চ আজ
- দেড় লক্ষাধিক শিশুর কণ্ঠে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ
- এক সপ্তাহের মধ্যে ভ্যাকসিন পাবেন প্রাথমিকের সব শিক্ষক
- বঙ্গবন্ধু হত্যায় জড়িত থাকলে সন্মানসুচক পদবী বাতিল করা হবে।
- বছরের ভাইরাল দুই জুটি (ফটো অ্যালবাম)
- সাকা চৌধুরীর আবিষ্কার ডেভিড বার্গম্যান
- পুষ্টিপ্রাচুর্য নিরাপদ খাদ্যের ঠিকানা হবে বাংলাদেশ:প্রধানমন্ত্রী
- ৯০ হাজার শিক্ষক নিয়োগ হচ্ছে!
- ব্যবসা নয়, সেবা করতে এসেছি: প্রধানমন্ত্রী
- আবারো বিয়ের পিঁড়িতে বসছেন সানি!
- দ্রুতগতিতে বাড়ছে টিকাগ্রহণের হারঃ ৭ দিনে টিকা নিয়েছেন ৯ লাখ মানুষ
- রাতে আবাসিক হোটেলে শিক্ষার্থীদের রাখবে জাবি প্রশাসন
- তিন মাসের ছুটি নিয়ে দেড় বছর যুক্তরাষ্ট্রে সহকারী শিক্ষিকা
- সামির ভয়েই আমেরিকায় পালিয়ে গেলেন মিলা
- তিনদিন ধরে বাড়ি ছেড়ে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
- ষড়যন্ত্রকারীরা সাবধান
- নারী সাপ্লাইয়ার সামি যখন ইনফরমার!!!
- ভাসানচরের পথে আরো ১ হাজার রোহিঙ্গা
- বড় সুখবর আসছে মাঠ প্রশাসনে
- গাজীপুরে মার্কেটে আগুন
- সবজি ক্ষেতে মিলল পাঁচটি মর্টারশেল
- পবিত্র শবে মেরাজ ১১ মার্চ