• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সুলতান পদকে ভূষিত হচ্ছেন মুস্তাফা মনোয়ার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১২ মার্চ ২০১৯  

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৪তম জন্মজয়ন্তীতে ১০ দিনের সুলতান মেলা শেষ হচ্ছে আজ। শেষ দিন মঙ্গলবার বিকেলে ‘সুলতান স্বর্ণ পদক’কে ভূষিত করা হবে প্রবীন চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারকে।

গত ৩ মার্চ থেকে সুলতান মঞ্চ চত্বরে শুরু হয় এ মেলা। জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে ১০ দিনের সুলতান মেলায় ছিল শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, খেলাধুলা, সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। 

মেলাকে কেন্দ্র করে দুই শতাধিক স্টল বিভিন্ন পণ্য সাজায়।

১৯২৪ সালের ১০ আগস্ট গুণী শিল্পী এস এম সুলতান শহরতলি মাছিমদিয়া গ্রামে জন্ম নেন। তার জীবদ্দশায় স্বাধীনতা, একুশেসহ দেশি-বিদেশি অসংখ্য সম্মাননা এবং পুরস্কার লাভ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর বরেণ্য এই শিল্পীর মৃত্যু হয়।