• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

নিয়ম না মেনে তৈরি হচ্ছে বহুতল ভবন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৯  

 ঢাকার সাভারে পৌরসভার প্ল্যান অনুযায়ী ভবন নির্মাণ না করায় নবনির্মিত বহুতল ভবনের কাজ বন্ধ করে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। জানা গেছে, সাভার বাজার বাসস্ট্যান্ডে ১৮ শতাংশ জমির উপর ১০তলা ভবন তৈরির জন্য পৌরসভা থেকে অনুমোদন পান মো. সৈয়দ আলী।

কিন্তু বহুতল ভবনটি নির্মাণের শুরু থেকে মানা হচ্ছে না বিল্ডিং কোড। তারা নিয়মের কোনো তোয়াক্কা না করেই নিজেদের মন মতো করে তৈরি করছেন বহুতল ভবনটি। পরে প্রতিবেশী বাড়ির মালিকের লিখিত অভিযোগের ভিত্ত্বিতে পৌর কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেয়ে কাজ বন্ধ করে দেন এবং কাগজপত্র নিয়ে যোগাযোগ করতে বলেন।

সাভার পৌর সভার সহকারী প্রকৌশলী মো. আলম মিয়া জানান, মৌখিকভাবে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। তবুও আজ (রোববার) লিখিতভাবে ভবন মালিককে নোটিশ করা হবে।

তিনি বলেন, পৌরসভার প্ল্যান অনুযায়ী বাড়ির সামনে সড়ক ২০ ফুট রাখতে হবে। এ ছাড়া চতুর পাশে ফিট করে ছেড়ে ভবন তৈরির নিয়ম রয়েছে। কিন্তু এই ভবন মালিক তা করেসনি। তিনি পাশের ভবনের সাথে লাগিয়ে ছাদ ঢালাই দিয়েছেন। সড়কের ২০ ফুটের জায়গায় রয়েছে ১৪ ফুট।

ভবন মালিক সৈয়দ আলীর ছেলে তারেক আহমেদ দাবি করেন, তারা ইঞ্জিনিয়ারের করে দেওয়া ওয়ার্ক প্ল্যান অনুযায়ী ভবন তৈরি করছেন।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র ইস্টেশন অফিসার লিটিন আহম্মেদ বলেন, বহুতল ভবনের ক্ষেত্রে প্ল্যান পাশ করতে ফায়ার সার্ভিসের ছাড়পত্র লাগে। এজন্য ভবনের সামনে সড়কটি ৩০ ফুট প্রস্থ্য হতে হবে।

তিনি বলেন, কিভাবে ভবনের ছাড়পত্র পেল নাকি নকল ছাড়পত্র দাখিল করেছে তা তদন্ত করে দেখা হবে।