• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পেঁয়াজ ভর্তি ট্রাকে মাদকের চালান, আটক ২

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৯  

সাভারের আমিনবাজারে মাদাক পাচারের সময় ট্রাকের মালিক চালককে আটক আটক করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। এসময় তল্লাশী চালিয়ে পেঁয়াজ ভর্তি ট্রাকের ভিতর থেকে ৬টি বস্তায় প্রায় এক হাজার ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গতকাল সোমবার সন্ধ্যা রাত সাড়ে ৮টারদিকে চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী পেয়াঁজ ভর্তি ট্রাকে অভিযান চালিয়ে সাভারের আমিনবাজারে তাদের  ট্রাকসহ আটক করা হয়। খবর পেয়ে অভিযানে ডিবি পুলিশের পাশাপাশি সাভার মডেল থানা পুলিশের দলও অংশ নেন।

 

https://dailyfulki.com/wp-content/uploads/2019/04/%E0%A7%A7%E0%A7%A8-1-649x400.jpg

 

আটককৃতরা হলো, ট্রাকের মালিক মাদকের চালান পাচারকারী মো. সায়মন। তিনি আমিনবাজার এলাকার বড়দেশী গ্রামের মো. মোশারফ হোসেনর ছেলে। অপরজন বাসের চালক মো. আমজাদ হোসেন। তিনি ভার্কুতার মুগড়াকান্দা গ্রামের মো. মোসলে উদ্দিনের ছেলে।

বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি আবুল বাশার জানান, বিভিন্ন পণ্য সরবরাহের আড়ালে এই চক্রটি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। ট্রাকের মালিক সায়মান মূলত চিহিৃত মাদক ব্যবসায়ী। এর আগেও মাদক পাচারের অভিযোগে রাজশাহীতে গ্রেপ্তার হয়েছিল। ট্রাক কেনা হয়েছে, পণ্য সরবরাহের আড়ালে মাদক ব্যবসার জন্য। তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।