• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

রাস্তা সংস্কার হয় না ভোগান্তিও কমে না

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৯  

মানিকগঞ্জের ভাড়ারিয়া বাজারের পাকা রাস্তাটি মারাত্মকভাবে ভেঙে গিয়ে যান চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। জেলা সদরের বালিরটেক থেকে মালাকার মোড় পর্যন্ত বলড়া তিন রাস্তার মোড় থেকে হরিরামপুর উপজেলা পর্যন্ত রাস্তা সংস্কার করা হলেও মালাকার মোড় থেকে বলড়া তিন রাস্তার মোড় পর্যন্ত রাস্তার প্রায় শত ফুট অংশ বিগত বছরেও সংস্কার করা হয়নি। বর্তমানে সড়কের ওই অংশটুকু বড় বড় খানাখন্দে ভরে গেছে। বৃষ্টি হলেই গর্তে হাঁটু পানি জমে যায়। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। রাস্তাটি দিয়ে প্রতিদিন লক্ষাধিক মানুষ চলাচল করে থাকেন। জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যস্ততম এই সড়কটি দিয়ে যান চলাচলে যথেষ্ট সমস্যা হচ্ছে। বছরখানেক আগে ভাড়ারিয়া বাজার কমিটির সদস্যরা প্রত্যেক দোকান থেকে চাঁদা তুলে রাস্তায় ইট ফেলে কিছুটা মেরামত করেছিল। কিন্তু ভারী যানবাহন চলাচলে বৃষ্টিতে আবারও রাস্তা ভেঙে গেছে।

এদিকে রাস্তাটি সদর উপজেলা এলজিইডির আওতাধীন না জেলা সড়ক জনপথ বিভাগের নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে সংশয় দেখা দিয়েছে। মানিকগঞ্জ সদর উপজেলার এলজিইডির প্রকৌশলী জাহিদুল ইসলাম জানান, ভাড়ারিয়া বাজারের রাস্তাটি আগে এলজিইডির আওতায় থাকলেও বর্তমানে এটি মানিকগঞ্জ সড়ক জনপথ বিভাগের আওতাধীন। অন্যদিকে মানিকগঞ্জ সড়ক জনপথের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুর রহিম জানান, ভাড়ারিয়া বাজারের রাস্তাটি এলজিইডির আওতাধীন। ভাড়ারিয়ার মালাকার মোড় থেকে সোনাবাজু পর্যন্ত রাস্তা সড়ক জনপথ বিভাগের আওতাধীন রয়েছে।