• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

সংখ্যালঘু পরিবারের ওপর হামলায় যুবলীগ নেতা গ্রেফতার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৯  

মানিকগঞ্জের সাটুরিয়ায় সংখ্যালঘু পরিবারের ওপর হামলার ঘটনায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে ঢাকা জেলার সাভার উপজেলা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আটক আব্দুল খালেক সাটুরিয়া উপজেলার উত্তর কাউন্নারা গ্রামের ফজলুল হক মাস্টারের ছেলে।

গ্রেফতারের বিষয়টি স্বীকার করে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ বলেন, হামলার ঘটনার পর ভুক্তভোগী বাড়ির মালিক দীপক বসাক বাদী হয়ে সাটুরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর সোমবার ঢাকা জেলার সাভার এনাম মেডিকেল হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করা হলেও তার সহযোগী শাহীনুর পলাতক রয়েছে।

উল্লেখ্য, শনিবার সকালে সাটুরিয়া উপজেলার বসাকপাড়া গ্রামের দীপক বসাকের বাড়িতে হামলা চালায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক তার সহযোগীরা। ঘটনায় বাড়ির মালিক দীপক বসাক (৩৩), তার স্ত্রী রুম্পা বসাক (২৫), বাবা দুলাল বসাক (৬৩), শ্বশুর দীনেশ বসাক শ্যালক দ্বীপ বসাক (২৩) গুরুতর আহত হয়।

সময় পাল্টা হামলায় যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক তার সহযোগী শাহীনুর ইসলামও আহত হয়।