• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

‘নিজের ঘরে দুর্নীতি-অনিয়ম পরিষ্কার শুরু করেছি’

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩ মে ২০১৯  

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার  মো. আনোয়ার হোসেন (বিপিএম, পিপিএম) বলেছেন, গাজীপুর মেট্রোর রাস্তাগুলোতে ট্রাফিক সমস্যা প্রধান। এ সমস্যা দূরীকরণে মেট্রোপুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। এরমধ্যে রাস্তার যানজট অনেকাংশে কমে গেছে। বাকিটা অল্প কিছুদিনের মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে আসা হবে।

বিভিন্ন থানা পুলিশের কর্মকাণ্ড এবং দায়িত্ব অবহেলা সম্পর্কে তিনি আরো বলেন, আমি মেট্রোতে যোগদানের পর আমার নিজের ঘরে দুর্নীতি অনিয়ম পরিষ্কার করা শুরু করেছি। আগে নিজের ঘর পরিষ্কারের চেষ্টা করছি। পরিষ্কারের আওতায় যদি কেউ আসে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকে ছাড় দেয়া হবে না।

গতকাল বৃহস্পতিবার বিকেলে টঙ্গী প্রেস ক্লাবের নবনির্বাচিত পরিষদের সভাপতি এম. এ হায়দার সরকারের নেতৃত্বে পরিষদের সদস্যরা দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. কালিমউল্লা ইকবাল, সহ সাধারণ সম্পাদক এম আর নাসির, সাংগঠনিক সম্পাদক লতিফ মোহাম্মদ হালিম, কোষাধ্যক্ষ হাসান মামুন, দফতর সম্পাদক মাকসুদ আহাম্মেদ রবিন, সাবেক সভাপতি নুরুল ইসলাম, মো. ওয়াজউদ্দিন ও মাহবুবুর রহমান।