• শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

  • || ১২ জ্বিলকদ ১৪৪৪

মুক্তিযোদ্ধার উপর হামলায় অভিযুক্তদের শাস্তির দাবি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৮ মে ২০১৯  

মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রহিম মিয়াকে মারধরের প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন-বিক্ষোভ মিছিল করেছে মুক্তিযোদ্ধা সংসদের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে হরিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এ মানববন্ধন হয়।

 

এসময় বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন, মো. লিয়াকত হোসেন, মো. মনিরুল ইসলাম, আব্দুল ওহাব প্রমুখ। মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরাসহ উপজেলার সব মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

 

বক্তারা এ ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে আইনের আওতায় এনে শান্তির দাবি জানান। মানববন্ধন শেষে হরিরামপুর ইউএনও মো. ইলিয়াস মেহেদীর কাছে স্বারকলিপি দেন তারা।

 

গত সোমবার রাতে হাবিবুর রহমান খোকন, নোমান মুন্সি, আব্দুল লতিফ বিশ্বাস নামে কয়েকজন মুক্তিযোদ্ধা আব্দুর রহিমের উপর হামলা করে। এসময় স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।