• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সখীপুরে ইউএনও’র বিরুদ্ধে করা সেই মামলা প্রত্যাহার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২০ মে ২০১৯  

 টাঙ্গাইলের সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুর রহমানের বিরুদ্ধে করা সেই মামলা প্রত্যাহার করেছেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, তার চাচা বর্তমান উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু ও আবদুল আজিজ তালুকদার। গতকাল রোববার বেলা ১১টার দিকে সাবেক এমপির চাচা সখীপুর উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু টাঙ্গাইল আদালতে হাজির হয়ে এ মামলাটি প্রত্যাহার করেছেন। মামলার আইনজীবী ফজলুর রহমান খান জানান, আদালত ২৬ মে মামলাটি প্রত্যাহার বিষয়ে আদেশ দেবেন।

কিন্তু আদালত ১০ জুন আইনজীবীর মাধ্যমে বিবাদীকে মামলার জবাব দেয়ার জন্য আদেশ দিয়েছিলেন।

২১ এপ্রিল ইউএনও ও মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক মো. আমিনুর রহমান উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স তিনতলা ভবন ঘেঁষা একতলা ভবনের দুটি দোকান মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দাবি করে গত এক বছরের ভাড়া পরিশোধের জন্য জুলহাস উদ্দিন ও আমিনুল ইসলাম নামে দুই দোকানদারকে নোটিশ দেন। ওই নোটিশের পরিপ্রেক্ষিতেই ২৫ এপ্রিল এক শতাংশ জমিতে অবস্থিত দুটি দোকানের মালিকানা দাবি করেন সাবেক এমপি অনুপম শাহজাহান জয়, তার দুই চাচা জুলফিকার হায়দার কামাল ও আবদুল আজিজ তালুকদার বাদী হয়ে টাঙ্গাইল তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতে মামলা করেন।

এ বিষয়ে রোববার সন্ধ্যায় মামলার বাদী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মামলাটি প্রত্যাহারের কথা স্বীকার করেন। তবে মামলাটি উত্তোলনের কারণ জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

সখীপুরের ইউএনও মো. আমিনুর রহমান বলেন, মামলাটি প্রত্যাহার করার কথা শুনেছি। পরে তিনিও এ বিষয়ে আর কোনো মন্তব্য করেননি।