• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে চার ভুয়া পুলিশ আটক

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩০ মে ২০১৯  

ঢাকার ধামরাইয়ে পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে চারজন ভুয়া পুলিশকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, পিস্তলের চামড়ার কভার ও পুলিশের মনোগ্রাম সম্বলিত একজোড়া হ্যান্ডকাপ জব্দ করা হয়েছে। গতকাল বুধবার (২৯ মে) ভোর রাতে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন ময়মনসিংহের ভালুকা থানার কাইচান গ্রামের আবদুল আজিজের ছেলে মকবুল হোসেন, ধামরাইয়ের বারপাইখা গ্রামের মৃত সামসুল আলমের ছেলে মনির হোসেন, কেষ্টি নওগাঁও গ্রামের সাইজুদ্দিনের ছেলে জুলহাস উদ্দিন ও নওগাঁও গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে মতিয়ার রহমান। এরমধ্যে মকবুল হোসেন শিল্প পুলিশ ১ ঢাকায় এএসআই হিসেবে কর্মরত থাকা অবস্থায় চাকরিচ্যুত হন। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা রয়েছে।

পুলিশ জানায়, বুধবার ভোর রাতে সুতিপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বালিথা গ্রামের রমিজুর রহমান রুমার বাড়ির সামনে একটি কালো গ্লাসের একটি হাইয়েচ মাইক্রো নিয়ে কয়েকজন ডাকাত অবস্থান করছিলো। খবর পেয়ে সেখানে গিয়ে একটি হাইয়েচ মাইক্রোবাসসহ চারজনকে আটক করা হয়। এ সময় আরো তিন-চারজন ডাকাত পালিয়ে যায়। আটকরা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাসাবাড়ি, রোড ও স্বর্ণের দোকানে ডাকাতি করে থাকে বলে জানিয়েছে।

ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন, পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।