• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক দুর্ঘটনায় স্কুলছাত্র ও নারী নিহত

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩০ মে ২০১৯  

টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক দুর্ঘনায় এক নারী ও স্কুল ছাত্র নিহত হয়েছেন। গতকাল বুধবার (২৯ মে) সকালে মির্জাপুর ট্রেন স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে সুমি বেগম নামের এক নারী নিহত ও মঙ্গলবার রাতে উপজেলার ত্রিমোহন এলাকায় ট্রাক্টর উল্টে রাব্বি নামে এক স্কুলছাত্র নিহত হয়।

নিহতরা হলেন রাব্বি উপজেলার পুষ্টকামুরী পুর্বপাড়া গ্রামের ফালু মিয়ার ছেলে। রাব্বি স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র ছিলো। আর সুমি বেগম কুড়িগ্রাম জেলার চিলমাড়ি উপজেলার বাসিন্দা, সে বাসা বাড়িতে কাজ করতো বলে জানা গেছে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে সুমি বেগম (২৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা বংশাই রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। সুমি মোবাইলে কথা বলে রেললাইন পার হওয়ার সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে মঙ্গলবার রাত সাড়ে এগারটার দিকে মির্জাপুর পৌর এলাকায় বংশাই নদীর পশ্চিম তীর থেকে মাহেন্দ্র ট্রাক্টর যোগে মাটি বহন করার সময় মাটি ভর্তি ট্রাক্টরটি উল্টে রাব্বি নামে ওই স্কুল ছাত্র ঘটনাস্থলেই মারা যায়। মির্জাপুর থানার ওসি একেএম মিজানুল হক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।