• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আশুলিয়ায় বাসচাপায় শ্রমিক নিহত, বাসে আগুন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩০ মে ২০১৯  

সাভারের আশুলিয়ায় বাসচাপায় নূর আলম (৩০) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় জিরাবো এলাকায় মহাসড়ক অবরোধ করে ভাঙচুর ও বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা। গতকাল বুধবার (২৯ মে) দুপুর ২টার দিকে জিরাবোর ঘোষবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুর আলম দিনাজপুরের পার্বতীপুর থানা কৈফতি গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি জিরাবোর ঘোষবাগ এলাকায় ভাড়া বাড়িতে থেকে ম্যাগপাই গার্মেন্টসে অপারেটর পদে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, দুপুরে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় মোহনা পরিবহনের একটি বাস অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নুরে আলমকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় নেমে এসে কয়েকটি বাস ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাহিদ হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে নেয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত বাসগুলো সড়ক থেকে সরিয়ে নেয়া হচ্ছে। সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।