• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ঈদ উপলক্ষে চাল পেল সিঙ্গাইর পৌরসভার ৩১০০ পরিবার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩০ মে ২০১৯  

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানিকগঞ্জের সিঙ্গাইর পৌরসভার ৩১০০ অসহায় গরিব ও দুঃস্থদের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার (২৯ মে) সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত পৌর মেয়র অ্যাডভোকেট খোরশেদ আলম ভূইঁয়া জয় ও সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলররা এসব অসহায় দুঃস্থদের হাতে ১৫ কেজি করে চাল তুলে দেন।

পৌরসভা সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভার দরিদ্র জনগোষ্ঠীর জন্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ৪৬.২১৫ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়। ৯টি ওয়ার্ডের ৩১০০ হতদরিদ্র পরিবারকে ১৫ কেজি করে চাল প্রদান করা হয়।

এ সময় পৌরসভার প্যানেল মেয়র সমেজ উদ্দিন, ট্যাগ অফিসার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আলীম, পৌর সচিব তৈয়ব আলী, কাউন্সিলর আব্দুল গফুর, শামসুল ইসলাম, কামাল হোসেন, আব্দুস ছোবাহান, হারুনুর রশিদ, হাবু মিয়া, আজম খান, সোহেল রানা, মহিলা কাউন্সিলর মরিয়ম আক্তার, পারভিন আক্তার, পারুল আক্তার, হিসাব রক্ষক আনিসুর রহমানসহ পৌরসভার সকল কর্মকর্তা, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।