• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মানিকগঞ্জে জুতার দোকানে অর্ধ লাখসহ ৭৫ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১ জুন ২০১৯  

মানিকগঞ্জ শহরে শহীদ রফিক সড়কে অবস্থিত আরিফ গ্যালারীতে অভিনব কৌশলে  ভোক্তাদের ঠকানোর অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অর্ধ লক্ষ টাকা জরিমানা করেছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, ওই আরিফ গ্যালারীতে জুতা, সেন্ডেল, ব্যাগ সহ বিভিন্ন পণ্য থাইল্যান্ড, চায়না ইত্যাদি দেশ হতে আমদানি করা বলে এবং সেগুলো নিজেরাই অধিক মূল্যের ট্যাগ বসিয়ে বিক্রি করছিল। কিন্তু এর স্বপক্ষে কোন কাগজ পত্র দাখিল করতে পারেনি  প্রতিষ্ঠানটির মালিক আরিফুল ইসলাম।

আমদানি কারকের স্টিকার বিহীন নামে মাত্র বিদেশী পণ্য ঢাকার বিভিন্ন জায়গা থেকে ক্রয় করে নিজেরাই চায়না, থাইল্যান্ডের বারকোড/ ট্যাগ বসিয়ে ভোক্তাদের সাথে প্রতারণা করছে। প্রতিষ্ঠানটিকে  ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৪৫ ধারায় অপরাধ করায় তাকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়। সেই ভবিষ্যতে বিদেশী পণ্য বলে ভোক্তাদের না ঠকানোর জন্য অঙ্গীকার করেন প্রতিষ্ঠান মালিক।

এদিকে সাটুরিয়ায় অবস্থিত রাইজিং গ্রুপ ফ্যাক্টরীর ক্যান্টিনে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে পঁচাবাসি খাবার সংরক্ষণ, অস্বাস্থ্যকর রান্নাঘর হাইকোট নিষিদ্ধ মোল্লা লবণ দিয়ে রান্না করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ  আইন,২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 অভিযানে সহযোগিতা করেন জেলা ক্যাবের সদস্য মতিউর রহমান, সাটুরিয়া উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর নিলুফার ইয়াসমিন ঝর্ণা এবং আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য।