• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সখিপুর বিদ্যালয়ে শিক্ষকের সহযোগীতায় দুই শিক্ষার্থীর বাল্য বিবাহ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১ জুন ২০১৯  

টাঙ্গাইলের সখিপুর নলুয়া বাছেত খান উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর দুই শিক্ষার্থীর বাল্য বিবাহ সম্পন্ন হওয়ার অভিযোগ পাওয়া গেছে জানা গেছে,একই বিদ্যালয়ে একই শ্রেনীতে পড়য়া দুই শিক্ষার্থী প্রেমের টানে পালিয়ে যায় পরে শিক্ষক .হান্নান গং অভিভাবকগন একত্রিত হয়ে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ দুই নাবালকের বাল্যবিবাহ সম্পন্ন করেছে

বাল্যবিবাহের বরের নাম শিহাম আহমেদ, নলুয়া বাছেদ খান উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্র এবং কনে ফারজানা একই বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী

শিহাম আহমেদ দীর্ঘ দিন যাবৎ স্কুলের পিছনে একই স্কুলের শিক্ষক হান্নান মাষ্টারের নিজস্ব হোষ্টেলে থেকে কোচিং পড়তো এবং কোচিংয়ে ফারজানার সাথে প্রেমের টানে পালিয়ে গেলে কোচিং শিক্ষকগন সার্বিক বিষয় ধামা চাপা দিতেই স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে গত ১২মে/১৯ইং নাবালক নাবালিকার মধ্যে বিবাহ কার্য সম্পন্ন করা হয়

নলুয়া বাছেদ খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন মেধাবী দুই শিক্ষার্থীর মেধাশূন্য করার প্রচেষ্টার কোন বিচার হচ্ছে না