• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সাভার প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১ জুন ২০১৯  

সাভার প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার (৩১ মে) সাভার থানা রোডের একটি চাইনিজ রেস্তোরাঁয় আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার মেয়র পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী আবদুল গণি

সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুস সাকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গৌবিন্দ আচার্য্যরে চঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন সাভার নাগরিক কমিটির সভাপতি কৃষিবিদ . রফিকুল ইসলাম ঠান্ডু মোল্লা, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তাহমিদুল ইসলাম, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, সাভার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি শওকত আলী মাহমুদ, সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ, ঢাকা জেলা উত্তর ডিবির ওসি আবুল বাসার, সাভার থানার ওসি (তদন্ত) সওগাতুল আলম, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব ডা. শামীম আহম্মেদ, সাভার থানা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান আতিক, সাভার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য অমর চাঁদ মন্ডল প্রমুখ

ইফতার মাহফিলের শুরুতে রমজান ইফতারের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন স্মরণিকা আবাসিক এলাকার বায়তুল জান্নাত জামে মসজিদের খতিব মাওলানা আবদুল বাছেদ

অনুষ্ঠানে প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, রমজান আমাদের জীবনের উপর অনেক গুরুত্ব বহন করে সিয়াম সাধনার মাসে আমাদের সমাজ থেকে নানা ধরনের অপরাধ কিছুটা হলেও কমে যায় অনুষ্ঠানের শেষ মন্ত্রী দোয়া মোনাজাত পরিচালনা করেন মোনাজাতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর কল্যাণ কামনা করেন

পৌর মেয়র হাজী আবদুল গণি বলেন, রমজান একটি গুরুত্বপূর্ণ মাস মাসের ফজিলত চিন্তা করে সকল মুসলিমদের এগিয়ে যেতে হবে আমাদেরকে রমজানের গুরুত্ব দিতে হবে তাহলে দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে