• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ধামরাইয়ে কালো গ্লাসের গাড়ি আতঙ্ক

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২ জুন ২০১৯  

ধামরাইয়ে সড়ক-মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষিত কালো গ্লাসের মাইক্রোবাস, হাইয়েচ প্রাইভেটকার এসব কালো গ্লাসের গাড়ি ব্যবহার করে নানা ধরনের অপরাধ সংঘটিত করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সহসাই পালিয়ে যেতে সক্ষম হয় দুস্কৃতকারীরা

সম্প্রতি কালো গ্লাসের গাড়ি ব্যবহার করে ধামরাইয়ে খুন, অপহরণ, ডাকাতি ছিনতাইয়ের ঘটনা ঘটানো হয়েছে বলে আতঙ্কিত হয়ে পড়েছেন ধামরাইবাসী

গত কয়েক মাসে কালো গ্লাসের মাইক্রোবাস ব্যবহার করে অপরাধীরা অপহরণ, খুন ছিনতাইয়ের মতো ঘটনা ঘটায় বর্তমানে কালো গ্লাসের কোনো গাড়ি দেখলেই জনমনে আতঙ্কের সৃষ্টি হয়

গত মাসে ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমার বালিথা গ্রামের বাড়ির সামনের সড়কে একটি হাইয়েচ গাড়ি নিয়ে সাত-আটজন পুলিশ পরিচয় দিয়ে ডাকাতির প্রস্তুতি নেয় সময় স্থানীয়দের সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয় পরে ধামরাই থানা পুলিশ এসে ওই কালো গ্লাসের হাইয়েচ, এক জোড়া হাতকড়া, একটি খেলনা পিস্তল, গুলির খোসাসহ চারজনকে গ্রেফতার করে সময় আরও তিন-চারজন পালিয়ে যায়

ধামরাই উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ তোফাজ্জল হোসেন বলেন, গাড়িতে কালো গ্লাসের ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ না নিলে অপরাধের ঘটনা আরও বৃদ্ধি পাবে

ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, কালো গ্লাসের গাড়ির বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে অনেক অপরাধীকে গ্রেফতারও করা হয়েছে