• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ঈদযাত্রা হবে যানজটমুক্ত: ডিআইজি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২ জুন ২০১৯  

ঈদের যাত্রাকে নির্বিঘ্ন যানজট মুক্ত করতে এবারই প্রথম প্রতিটি বাস টার্মিনালে গাড়ির মান পরীক্ষা-নিরীক্ষা করা হবে এসময় যেসব গাড়ির ফিটনেস থাকবে কেবলমাত্র সেগুলোই গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যেতে পারবে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান গতকাল শনিবার ( জুন) দুপুরে ঢাকা-আরিচা, মানিকগঞ্জ-পাটুরিয়া নবীনগর-চন্দ্রা মহাসড়ক পরিদর্শন শেষে সাভারের নবীনগরে জয় রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কাথা বলেন

 এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিআইজি হাবিবুর রহমান বলেন, ঈদে উত্তর দক্ষিণবঙ্গগামী প্রায় ২০ হাজার পরিবহন প্রতিদিন ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে, আবার ঢাকায় ফিরে আসছে প্রত্যেকটি পরিবহনকেই স্ব-স্ব টার্মিনালে ফিটনেস পরীক্ষার পর যাত্রী পরিবহনের অনুমতি দেওয়া হচ্ছে তাই এবারের ঈদযাত্রা যানজট মুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি তিনি আরো বলেন, রাজধানীর বহির্গমন পথগুলোতে নিরাপত্তা যানজট নিরসনে জেলা পুলিশের পাশাপাশি হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ, আর্মড পুলিশ স্বেচ্ছাসেবীরা কাজ করছেন এছাড়া মলম পার্টি ছিনতাইকারীদের দৌরাত্ম্য কমাতে প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে

আয়োজিত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান আসাদ, ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তাহমিদুল ইসলাম, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি ওসি আবুল বাশার, আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপুসহ অন্য কর্মকর্তাবৃন্দ