• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

প্রতিবন্ধীদের নিয়ে সাংবাদিকদের আলোচনা সভা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮  

শিবালয়ে প্রতিবন্ধীদের সাথে স্থানীয় সাংবাদিকদের  সভা বৃহস্পতিবার (২২ নভেম্বর) উপজেলা হেলথ কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রতিবন্ধী স্বাস্থ্য কমিটি এ সভার আয়োজন করে। 
উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি  পরিমল দার এর  সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, শিবালয়  উপজেলা প্রেস ক্লাব সভাপতি বাবুল  আক্তার মনজুর,  যুগ্ম- সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস আলী।   
শিবালয় উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সদস্য আরিফ হোসেন বলেন, জীবন মানেই যুদ্ধ, আর ডিজঅ্যাবল রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ অ্যাসোসিয়েশনের (ডিআরআরএ) পিআইআরএস প্রকল্প প্রতিবন্ধীদের অধিকার আদায়ের জন্য যুদ্ধ করছে। 
প্রতিবন্ধী ইয়াসমিন বলেন, তিনি এ প্রকল্পের অধীনে সেবা নিয়ে কিছুটা সুস্থ হয়েছেন, এ সংগঠনের সহযোগিতায় সেলাই প্রশিক্ষণ গ্রহণ করে তিনি এখন প্রশিক্ষক। 
জানা গেছে, পিআইএইচআর প্রকল্পের অধীনে এ সেবা কেন্দ্রের মাধ্যমে মানিকগঞ্জের শিবালয়, দৌলতপুর ও হরিরামপুর উপজেলার অসংখ্য প্রতিবন্ধীদের সেবা দেয়া হয়েছে। 
২০১৫ সালে শুরু হওয়া এ প্রকল্পের অধীনে ১২৮৯ জন প্রতিবন্ধী রোগীর চিকিৎসা, ২৯ জনকে সহায়ক উপকরণ, ৩৯ জনকে ওষুধ এবং ১৩ জন রোগীকে সার্জারি করানো হয়েছে।