• রোববার ০১ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৬ ১৪৩০

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৫

কলেজছাত্রীর ঈদ আনন্দ ভেসে গেল নদীর জলে

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৭ জুন ২০১৯  

মানিকগঞ্জের ঘিওরে কালীগঙ্গা নদীতে ঈদের দিন গোসলে নেমে নিখোঁজ কলেজছাত্রীর মরদেহ শুক্রবার সকালে উদ্ধার করেছে স্থানীয়রা।

নিহত আয়শা আক্তার শিবালয় উপজেলার জাফরগঞ্জ এলাকার আব্দুল মজিদের মেয়ে। তিনি এ বছর এসএসসি পাস করে সাভারের একটি কলেজে ভর্তি হন।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল ওয়াহাব বলেন, আয়শা উপজেলার তরা এলাকায় খালার বাড়িতে বেড়াতে আসেন। ঈদের দিন সকালে তিনি সমবয়সী আরো তিনজনের সঙ্গে কালীগঙ্গা নদীতে গোসল করতে যান। এ সময় স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যান তিনি। প্রথমে স্থানীয়রা ও পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধারে খোঁজাখুঁজি করেন। কিন্তু সন্ধান পাননি।

তিনি বলেন, শুক্রবার সকালে ঘটনাস্থলের ২শ গজ দূরে তরা ব্রিজের পাশে আয়শার মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।