• রোববার ০১ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৬ ১৪৩০

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৫

টঙ্গীতে যুবলীগ নেতার মুক্তি দাবিতে মন্ত্রীর বাড়িতে অবস্থান

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৮ জুন ২০১৯  

যুবলীগ নেতা রাশেদুজ্জামান জুয়েল মণ্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে টঙ্গীতে অবস্থান কর্মসূচি পালন করেছে তার স্ত্রী ফারহানা চৌধুরী বৃষ্টিসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এলাকাবাসী।  বৃহস্পতিবার (৬জুন) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের টঙ্গীর বাড়ির সামনে এ অবস্থান কর্মসূচি করা হয়।

অবস্থান কর্মসূচির সময় তার স্ত্রী ফারহানা চৌধুরী বৃষ্টি ও এলাকাবাসী বলেন, জুয়েল মণ্ডল গাছা থানা যুবলীগের সভাপতি প্রার্থী। এলাকায় তার জনপ্রিয়তা অনেক। প্রতিপক্ষ তার জনপ্রিয়তায় ষড়যন্ত্র করে এ ধরনের কাজ করেছে। জুয়েল মণ্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি চান তারা। এ সময় কাউন্সিলর মশিউর রহমান মশি, হাজি মনির, কাউন্সিলর আমজাদ হোসেন, পুষ্প আক্তার মায়া, সাবেক চেয়ারম্যান হাজি রশিদ, যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা, টঙ্গী কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মুনজু ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, ওমরায় যাওয়ার একদিনের মাথায় এ ঘটনাটি ঘটে। জুয়েল মণ্ডল রাজনীতিতে অত্যন্ত স্বচ্ছ ও পরিছন্ন কর্মী। এ মামলাটি একটি সাজানো নাটক, তা জনগণের কাছে পরিস্কার হয়ে গেছে। জামায়াত-বিএনপির একটি চক্র দলের মধ্যে প্রবেশ করে, এমনকি প্রশাসনের মধ্যেও আছে, তারা সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য নানা অন্যায়-অপরাধ করে বেড়াচ্ছে। কাউকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে তার পবিরার ধ্বংস করবে- এটা শেখ হাসিনার সরকারের আমলে হতে দেওয়া যাবে না।

গাজীপুরের গাছা থানা এলাকা থেকে দুটি পিস্তলসহ যুবলীগ নেতা রাশেদুজ্জামান মণ্ডল ওরফে জুয়েল মণ্ডলকে গ্রেফতার করেছেন র‌্যাব-১-এর সদস্যরা। ২৭ মে গাজীপুরের চান্দুরা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।