• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

রেলিং ভেঙে ঝুঁকিপূর্ণ অবস্থায় তিনটি সেতু

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০১৮  

দেশের ব্যস্ততম মহাসড়কের মধ্যে ঢাকা-আরিচা মহাসড়ক অন্যতম। বাস-ট্রাক দুর্ঘটনায় এ মহাসড়কের ধামরাইয়ের ডাউটিয়া, শ্রীরামপুর ও বালিথা-বাথুলি এলাকার তিনটি সেতুর স্টিলের রেলিং ভেঙে ঝুলে আছে। ফলে ঝুঁকি নিয়েই প্রতিদিন হাজার হাজার যানবাহন ও সাধারণ মানুষকে চলাচল করতে হচ্ছে।

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ইসলামপুর বাসস্ট্যান্ড থেকে বারবারিয়া বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দূরত্ব। সড়কের দু'পাশে ৫০ থেকে ৬০টি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। এসব কারখানার শ্রমিক ও যানবাহনের চালক-যাত্রীরা প্রতিদিনই এ রেলিং ভাঙা সেতুর ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে য়াতায়াত করছে।

এ ব্যাপারে ধামরাইয়ের ইসলামপুর-নয়ারহাট সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আতিকুল্লাহ ভূঁইয়া জানান, অতি শ্রীঘ্রই সেতুর ভাঙা রেলিংগুলো মেরামতের জন্য ব্যবস্থা নেওয়া হবে।