• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

কেন যোগ্য প্রার্থী নাঈমুর রহমান দুর্জয়?

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০১৮  

নাইমুর রহমান দুর্জয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। ২০০০ সালে ইন্ডিয়ার  বিরুদ্ধে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচে তার অধিনায়ক হিসেবে অভিষেক হয়। এ ছাড়া তিনি বাংলাদেশের ক্রিকেট ওয়েলফেয়ার এসোসিয়েসন এর প্রেসিডেন্ট।

নাঈমুর রহমান দুর্জয়, দশম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ভোটযুদ্ধে নেমেছেন তিনি। এলাকার জনগণ মানিকগঞ্জ-১ আসনে তার ওপর আস্থা রাখবে।  

প্রথমত, তিনি মানিকগঞ্জসহ সমগ্র বাংলাদেশের ক্রীড়া উন্নয়ন কাজ করেছেন। তিনি যুবসমাজকে মাদকের হাত থেকে দূরে রাখতে যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করতে নানা ধরণের উদ্যোগ  নিয়েছেন।

দ্বিতীয়ত, স্বধীনতার পর মানিকগঞ্জ-১ আসনের উন্নয়নে কোন এমপি বাস মন্ত্রীর উল্লেখযোগ্য কোন অবদান রাখতে পারেননি। কিন্তু নাইমুর রহমান দুর্জয় দৌলতপুর, শিবালয় ও ঘিওর উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে নিয়ে গেছেন। তার কল্যাণেই ঘিওর আজ সমগ্র বাংলাদেশের উপজেলাগুলোর মধ্যে একটি আদর্শ উপজেলা হিসেবে আত্মপ্রকাশ করেছে। 

তৃতীয়ত, নাইমুর রহমান দুর্জয় তার উপজেলাকে সকল সেবার আওতায় আনার জন্য কাজ করে যাচ্ছেন। এর মধ্যে অধিকাংশ কাজ সম্পন্ন হলেও তা পুরোপুরি সম্পন্ন হয় নি। সকল প্রকার সেবা নিশ্চিত করার জন্যে তার এবার নির্বাচিত হওয়াটা জরুরি।

উপরোক্ত তিনটি কারণ ছাড়াও এলাকার অবকাঠামোগত উন্নয়ন, রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণ ও মেরামত, আত্মকর্মসংস্থান তৈরী, শিক্ষার হার বৃদ্ধিসহ বিভিন্ন কারণে তিনি আবারো ভোটারদের আস্থার পাত্র।