• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ফুটপাতে গরম কাপড় কিনতে ক্রেতাদের ভিড়

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০১৮  

মৌসুমের শুরুতেই টাঙ্গাইলের মির্জাপুরে শীতের আগমনী বার্তায় গরম কাপড় কিনতে ফুটপাতের দোকানগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে গত বছরের তুলনায় বছর শুরুতেই শীতের বেশ দাপট দেখা যাচ্ছে ফলে দাম বাড়ার আশঙ্কায় নিম্ন মধ্যবিত্ত আয়ের লোকজন ফুটপাতের দোকানে গরম কাপড় কিনতে ভিড় করছেন

শুক্রবার ( ডিসেম্বর) সাপ্তাহিক হাট বার এবং ছুটির দিন হওয়ায় মির্জাপুর শহরের অধিকাংশ ফুটপাতে গরম কাপড় কিনতে ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা গেছে প্রতিদিনই ফুটপাতগুলোতে বসে এই গরম কাপড়ের দোকান

উপজেলা সদরের কলেজ রোড, কেন্দ্রীয় জামে মসজিদ রোড, কুমুদিনী হাসপাতাল রোড, কালিবাড়ি রোড, বংশাই রোড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন পুরাতন বাসস্ট্যান্ডের পুর্বপাশের সমবায় মার্কেটের ফুটপাত ঘিরে শীতের জামা-কাপড় ক্রয়-বিক্রয় হচ্ছে বেশী বিভিন্ন এলাকা থেকে বিক্রেতারা শীতের গরম কাপড় নিয়ে আসছে এই কয়েকটি ফুটপাতে

বিক্রেতা আলামিন মনির হোসেন জানায়, বছর শীতের শুরুতেই গরম কাপড় বেশ বিক্রি হচ্ছে গরম কাপড়ের মধ্যে শিশুদের জামা-কাপড় বেশী বিক্রি হচ্ছে

উপজেলার মহেড়া, জামুর্কি, ফতেপুর, বানাইল, আনাইতারা, ওয়ার্শি, ভাদগ্রাম, ভাওড়া, বহুরিয়া, লতিফপুর, গোড়াই, আজগানা, তরফপুর আজগানা ইউনিয়নের হাট-বাজারগুলোতে শীতের গরম কাপড় বিক্রির ধুম পরেছে বলে ক্রেতারা জানিয়েছে