• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দশ বছরে সখিপুরে ৬৫টি গ্রামীণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০১৮  

উন্নয়ন প্রকল্পের আওতায় পাল্টে গেছে টাঙ্গাইলের সখিপুর উপজেলার আটটি ইউনিয়নের কয়েক লাখ মানুষের জীবনযাত্রা। ২০১৭-১৮ অর্থবছরে সখিপুরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় গ্রামীণ মাটির রাস্তা নির্মাণসহ ৬৫টি উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হয়েছে।

অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় এসব উন্নয়ন কাজ বাস্তবায়ন হচ্ছে। এর ফলে বদলে যেতে শুরু করেছে এলাকাবাসীর জীবন-জীবিকার মান। যেখানে পা বাড়ানোই ছিল দুঃস্বপ্ন, সেখানে আজ ছুটে চলছে রিকশা-ভ্যান।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদুল ইসলাম জানান, সখিপুরের বিভিন্ন গ্রামে পাকা রাস্তা নির্মাণের ফলে এলাকাবাসীর দুর্ভোগ যেমন লাঘব হয়েছে, ঠিক তেমনি এসব কাজ করে এলাকার অতি দরিদ্ররাও আর্থিকভাবে উপকৃত হয়েছে।

সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী সরকার রাখী বলেন, সখিপুর উপজেলায় যেভাবে রাস্তার উন্নয়ন কাজ হচ্ছে, সেটা ধারাবাহিকভাবে বজায় থাকলে আগামী এক-দুই বছরের মধ্যে অন্য সব রাস্তার কাজও সম্পন্ন হয়ে যাবে।

সরকারের নানামুখী উন্নয়ন প্রকল্পের ফলে দ্রুত বদলে যাচ্ছে গ্রামীণ জীবনযাত্রা। গ্রাম গুলো এখন আর পিছিয়ে নেই, আওয়ামী লীগ সরকারের অবদানে শহরের মতো গ্রাম গুলোও দ্রুত উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।