• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

বিএনপির ‘হিডেন এজেন্ডা’ আছে

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮  

নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে শতভাগ নিশ্চয়তা দিয়ে ক্ষমতাসীন দলের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক  অভিযোগ করে বলেছেন, বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় তাদের ‘হিডেন এজেন্ডা’ আছে

বুধবার (২৬ ডিসেম্বর) রাতে কলেজ পর্যায়ে শিক্ষকদের সাথে মতবিনিময়কালে তিনি কথা বলেন

মন্ত্রী বলেন, ‘আগামী ৩০ ডিসেম্বর অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সব ভোটার তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেনতিনি জানান, কমিশন বলেছে তাদের লক্ষ্য হলো অবাধ, সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান করা

আ ক ম মোজাম্মেল হক  অভিযোগ করে বলেন, বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় তারাই সেনাবাহিনী মোতায়েনের দাবি তুলেছিল পরিস্থিতি স্বাভাবিক করার জন্য নির্বাচন কমিশন সেনা মোতায়েন করেছে কিন্তু এই সশস্ত্র বাহিনীকে এখন তারা সূক্ষ্মভাবে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে তারা অভিযোগগুলোকে পুঁজি করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে নির্বাচনোত্তর সংকট সৃষ্টি করতে চায় এর পেছনে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির জন্য চক্রান্ত রয়েছে বিএনপি একেক সময় একেক কথা বলছে

আওয়ামী লীগের এই নেতা দাবি করেন, “বিএনপিরহিডেন এজেন্ডাআছে এইহিডেন এজেন্ডাকালক্রমে জনগণের সামনে উন্মোচিত হবে তাদের লক্ষ্য হলো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা

সংখ্যালঘুদের নিয়ে এস কে সিনহার ভিডিওবার্তা বিষয়ে তিনি বলেন, ‘সংখ্যালঘু সম্প্রদায়ের হলেও এস কে সিনহাকে প্রধান বিচারপতি করে ইতিহাস সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এখন সম্ভবত আমেরিকায় আছেন কী বলেছেন জানি না তবে, ইউটিউব ও ভিডিওবার্তায় সঠিক কিছু নাও থাকতে পারে আমরা তো মনে করি বর্তমান সরকারের আমলে সংখ্যালঘু সম্প্রদায় সর্বক্ষেত্রে নিরাপত্তার মধ্যে অবস্থান করছেন এস কে সিনহার ওই মন্তব্য ব্যক্তিগত হতে পারে