• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

নৌকার নির্বাচনী অফিসে ককটেল হামলা ও ভাংচুর

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮  

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের সুদামপাড়ায় নৌকা প্রতীকের নির্বাচনী  অফিসে রাতে ককটেল হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে

নাগরপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুন জানান, স্থানীয় নেতাকর্মীরা রাত ১২ টা পর্যন্ত ভোটার স্লিপ ঘরে ঘরে পৌঁছানোর কাজ নিয়ে নির্বাচনী অফিসে অবস্থান করে বাড়িতে চলে আসে কিছুক্ষণ পর হঠাৎ করে অফিসের সামনে বিকট শব্দের আওয়াজ পেয়ে দৌঁড়ে এসে দেখে দুর্বৃত্তরা অফিসে ককটেল হামলা চালিয়েছে এবং জাতির পিতা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরসহ অফিসের আসবাবপত্র ভাংচুর করেছে

এ ব্যাপারে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ জানান, সুদামপাড়ার নির্বাচনী অফিসে ভাংচুরের সংবাদ পেয়ে আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি ঘটনাস্থল থেকে ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করেছি কারা ঘটনাটি ঘটিয়েছে তা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে