• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

প্রতিটি ভোটকেন্দ্রে ২০০ যুবক চান ডাঃ এনামুর রহমান

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮  

ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী এনামুর রহমান দলীয় নেতা-কর্মীদের নিয়ে গতকাল (২৬ ডিসেম্বর) সাভারের বিরুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছেন পাশাপাশি এক জনসভায় তিনি সফল, স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিটি ভোটকেন্দ্রে দুই শতাধিক যুবকের উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানান

এনামুর রহমান গতকাল বেলা ১১টায় বিরুলিয়া ইউনিয়নের জিঞ্জিরা এলাকায় যান সেখানে পথসভা শেষে তিনি গণসংযোগে বের হন এরপর শ্যামপুর, কমলাপুর, আকরাইনে পথসভার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করেন তিনি বিভিন্ন পথসভায় তিনি গত পাঁচ বছরের উন্নয়নের চিত্র তুলে ধরে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন

জনসভায় এনামুর রহমান জনতার উদ্দেশে বলেন, ‘আপনারা যদি প্রতিটি কেন্দ্রে দুই শতাধিক যুবক উপস্থিত থাকতে পারেন, তাহলে একটি সফল, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন উপহার দেবো এবং  এই আসনে নৌকাকে বিজয়ী করে আসনটি শেখ হাসিনার হাতে তুলে দিতে পারবো

উপস্থিত লোকজনসহ নেতা-কর্মীদের উদ্দেশে এনামুর বলেন, ‘ভোটে জেতার জন্য যা করা দরকার আপনারা তা জানেন কারণ, আপনারা অনেকগুলো নির্বাচন করেছেন আপনাদের নতুন করে নির্বাচন শেখাতে হবে না শুধু আপনাদের মধ্যে ঐক্য ও ত্যাগের মনোভাব থাকতে হবে

এনামুর রহমান বলেন, ‘ভোটের দিন সকল অলসতা কাটিয়ে আপনারা সারা দিন কেন্দ্রে থাকবেন ভয় পাবার কোনো কারণ নেই এক দিনের পরিশ্রম আপনাদের আগামী পাঁচ বছর সুখী-সমৃদ্ধ জীবন দান করবে

এসব পথসভা, সমাবেশ ও গণসংযোগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক উপস্থিত ছিলেন