• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সাভারে শ্রমিক বিক্ষোভ-ভাঙচুর, কারখানা ছুটি ঘোষণা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮  

বেতন বৈষম্যের অভিযোগ তুলে সাভারে এক পোশাক কারখানায় সরকারি গেজেট অনুযায়ী বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকরা এ সময় বিক্ষুব্ধ  শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে কারখানায় ভাঙচুর চালিয়েছে গতকালও (বৃহস্পতিবার) সাভার পৌর এলাকার পূর্ব রাজাশন মহল্লায় অবস্থিত ভিশন অ্যাপারেলস (প্রা.) লিমিটেড কারখানায় এই শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে   

শিল্প পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের মতো ভিশন এ্যাপারেলস কারখানার শ্রমিকরা সকালে কাজে যোগদান করেন পরে সকাল ১০টার দিকে শ্রমিকরা বেতন বৈষম্যের অভিযোগ তুলে সরকারি গেজেট অনুযায়ী বেতন-ভাতা প্রদানের দাবিতে বিক্ষোভ শুরু করে এক পর্যায়ে শ্রমিকরা কারখানায় ভাঙচুর চালিয়ে বের হয়ে যায় পরে বিক্ষুব্ধ শ্রমিকরা পার্শ্ববর্তী মারহাবা স্পিনিং মিলসসহ কয়েকটি কারখানায় গিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে সেখানকার শ্রমিকদের বের করে নিয়ে আসে ও আন্দোলনে শরীক করে খবর পেয়ে শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌছে শ্রমিকদের বুঝিয়ে কারখানার ভেতরে নিয়ে যান

এ সময় মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে সরকারি গেজেট অনুযায়ী শ্রমিকদের বেতন-ভাতা প্রদানের আশ্বাস দিলেও তারা কাজে যোগ দেয়নি পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানাটিতে তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে

 এ ব্যাপারে শিল্প পুলিশ-১ এর পরিচালক সানা শামিমুর রহমান বলেন, বেতন বৃদ্ধির দাবিতে ভিশন অ্যাপারেলস (প্রা.) লিমিটেড কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে রাস্তায় নেমে আসে

 এ সময় আমরা তাদের বুঝিয়ে ভেতরে ঢুকিয়ে দিই এর মধ্য থেকে কিছু শ্রমিক পার্শ্ববর্তী মারহাবা স্পিনিংসহ আশেপাশের কয়েকটি কারখানায় গিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায় পরে সবাইকে একত্রিত করে মালিকপক্ষের সঙ্গে কথা বলেছি তারা সরকারি গেজেট অনুযায়ী বেতন দিতে প্রস্তুত থাকলেও শ্রমিকরা আরও বেশি দাবি করে বিক্ষোভ অব্যাহত রাখে এ ঘটনায় কারখানাটিতে তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে পহেলা জানুয়ারি ২০১৯ থেকে কারখানা চালু হবে এছাড়া যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি