• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দেলদুয়ারে মাছ চাষে স্বাবলম্বী

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০১৯  

টাঙ্গাইলের দেলদুয়ারে মাছ চাষ করে স্বাবলম্বী হয়েছেন অনেকেই স্বল্প খরচে অধিক লাভজনক হওয়ায় উপজেলার বেকার যুবক ও কৃষকসহ অনেকেই মাছ চাষে আগ্রহী হয়ে ওঠছেন

উপজেলায় প্রতি বছরই বাড়ছে মাছ চাষের পরিমাণ উপজেলা মৎস্য অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে আসাদুজ্জামান, শওকত হোসেন, হাসিনা বেগম, শরিফুল ইসলাম,নুরুল আমিন, রায়হান মিয়া, রাসেল খানসহ বেশ কয়েক জন মিলে আলাদা আলাদা পুকুরে বিভিন্ন জাতের মাছ চাষ শুরু করেন অল্প সময়েই মাছ চাষে তাদের উৎপাদন উপজেলায় তাক লাগিয়ে দেয়

তাদের দেখে উপজেলার অনেকেই মাছ চাষে আগ্রহী হয়ে মৎস্য অফিসারের  পরামর্শে মাছ চাষ করছেন তবে প্রতিটি উপজেলায় এভাবে মাছ চাষ বাড়তে থাকলে “মাছে ভাতে বাঙ্গালী” কথাটি ফিরে পেতে বেশি সময় লাগবে না উপজেলার আনাচে কানাছে পাঙ্গাস, মনোসেক্স তেলাপিয়া, রুই, কাতলা, মৃগেল, পুটি, ও গ্রাসকার্পসহ বিভিন্ন জাতের মাছ চাষ করা হচ্ছে

 উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, উপজেলার আটটি ইউনিয়নের প্রতিটিতে ২ টি করে মোট ১৬ টি সিআইজি (কমন ইন্টারেস্ট গ্রুপ) মৎস্য চাষী দল রয়েছে প্রতি সিআইজি দলে ০ জন করে মোট ৩২০ জন মৎস্য চাষী আছেন

তারা সকলেই উপজেলা মৎস্য অফিস থেকে প্রশিক্ষিণ নিয়ে একযোগে মাছ চাষ  করছেন তাদের দেখে আগ্রহী হয়ে অনেকেই মাছ চাষে ঝুঁকছেন দেলদুয়ার উপজেলা সিনিয়র স্য কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক জানান, ইতিমধ্যে  অনেকেই উপজেলা মৎস্য অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে মাছ চাষে সাফল্য  পেয়েছেন এছাড়া লাভজনক হওয়ায় বর্তমানে মাছ চাষে আগ্রহী হচ্ছে অনেকেই