• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

টাঙ্গাইলে কুড়িয়ে পাওয়া নবজাতককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায়

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০১৯  

টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের ড্রেন থেকে কুড়িয়ে পাওয়া এক নবজাতক শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতালে প্রেরণ করা হয়েছে রবিবার (৬ জানুয়ারি) দুপুরে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকের এক জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নারায়ন চন্দ্র সাহা জানান,  ক্রমেই শিশুটির শ্বাসকষ্ট বৃদ্ধি পাওয়ার কারণে তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে জেলা সমাজ সেবা কার্যালয়ের সহযোগিতায় তাদের এক কর্মকর্তা ও হাসপাতালের দুই কর্মকর্তা ঢাকায় নিয়ে যাওয়া পর্যন্ত তাকে সার্বিক দেখভাল করবে

এ ব্যাপারে টাঙ্গাইল সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল হামিদ জানান, রোববার সকালে শিশুটির অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতালে প্রেরণ করা হয়

জেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে আমি শিশুটির সুস্থ্যতা কামনা করছি

উল্লেখ্য ৪ জানুয়ারি শুক্রবার সন্ধ্যার দিকে এক নারী পরিচ্ছন্নতাকর্মী হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের পেছনের ড্রেনে নবজাতকে পরিত্যক্ত পরে থাকতে দেখে কর্তব্যরত চিকিৎকদের খবর দেন

পরে সেখান থেকে ওই নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন শিশুটি হাসপাতালের স্পেশাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলো

শিশুটির ওজন ১ কেজি ৩০০ গ্রাম শিশু ঝুঁকিপূর্ণ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা স্থনান্তর করা হয়