• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

এখনও ঝুলছে নির্বাচনি ব্যানার-পোস্টার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০১৯  

একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে গত ৩০ ডিসেম্বর ইতোমধ্যে নির্বাচনের দিন অতিক্রান্ত হয়েছে কিন্তু এখনও সরেনি নির্বাচনি পোস্টার-ব্যানার নব নির্বাচিত সংসদ সদস্যরা ইতোমধ্যে শপথও নিয়েছেন এরপর গঠিত হয়েছে নতুন মন্ত্রিপরিষদ কিন্তু মানিকগঞ্জের বিভিন্ন স্থানে এখনও সরানো হয়নি নির্বাচনি প্রচার সামগ্রী ব্যানার-পোস্টার

সোমবার ( জানুয়ারি) উপজেলা সদরে বিভিন্ন এলাকা সরেজমিনে গিয়ে দেখা যায়, জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারীদের ব্যানার-পোস্টার রাস্তাঘাট, অলিগলি, দোকানপাট, স্কুল কলেজের সামনে ঝুলছে নির্বাচনি ব্যানার ব্যানার-পোস্টারে এখনও ছেয়ে আছে বেশিরভাগ এলাকা বিশেষ করে ছোট বড় অলিগলির পোস্টার-ব্যানার আগের মতোই আছে কোথাও কোথাও বাতাসে ছিঁড়ে পড়েছে পোস্টার-ব্যানার

নির্বাচন শেষ হওয়ার পরও উপজেলা যেন পোস্টারের নগরী আবার কোথাও পোস্টার ছিঁড়ে গেছে, শুধু রশি ঝুলে আছে আবার কোথাও পোস্টার মাটিতে পড়ে আছে

স্থানীয় এক দোকানি জানান, পোস্টারগুলো সরাতে এখন পর্যন্ত কেউ আসেননি এমনকি কেউ  নিজ থেকে সরাতে চাইলেও বিভিন্ন ধরনের জবাবদিহির মুখোমুখি হতে হয় বলে জানান

নির্বাচনের পর অংশগ্রহণকারী প্রার্থীদেরই নিজ দায়িত্বে এসব পোস্টার সরিয়ে ফেলার কথা তবে জনগণের চলাচলের ক্ষতিসাধন হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের দায়িত্ব দিয়ে এসব পোস্টার ব্যানার অপসারণ করা যেতে পারে বলে মন্তব্য করেন তিনি