• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

১৪ কেজি তরল স্বর্ণসহ শাহজালাল বিমানবন্দরে আটক ৩

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২১ জুলাই ২০২১  

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার্কিশ এয়ারলাইন্সের একটি প্লেন থেকে ১৪ কেজি তরল স্বর্ণসহ তিনজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আটককৃতরা হলেন- মো. রিয়াজুল হাসান, মোহাম্মদ আমিন ও মোকারাম খান। মঙ্গলবার (২০ জুলাই) তুরস্কের ইস্তাম্বুল থেকে আসা ফ্লাইটটি ঢাকায় এসে পৌঁছালে বিপুল পরিমাণ এ স্বর্ণসহ তিনজনকে আটক করা হয়।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক পলাশ জানান, সকালে তার্কিশ এয়ারলাইন্সের টিকে-৭১২ ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করে। এসময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, প্লেনটিতে তরল স্বর্ণের চালান এসেছে।
তিনি আরও জানান, ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন যাত্রীর কাছ থেকে ১৪ কেজি তরল স্বর্ণ জব্দ করা হয়। তারা শরীরের বিভিন্ন অংশে পেঁচিয়ে স্বর্ণ নিয়ে আসে। ধারণা করা হচ্ছে, ওই যাত্রী তিনজন ইস্তাম্বুলের ট্রানজিটের যাত্রী ছিলেন। আটকদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে বিভিন্ন বিষয় নিশ্চিত হওয়া যাবে।