• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের জন্য এমপি দুর্জয়ের কোরবানি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৫ জুলাই ২০২১  

মানিকগঞ্জে এবার আশ্রয়ণ প্রকল্পের অধিবাসীরা স্থানীয় (মানিকগঞ্জ-১) আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট বোর্ডের পরিচালক এএম নাঈমুর রহমান দুর্জয়ের কল্যাণে ঈদের দিন কোরবানির গরুর মাংস খেতে পেরেছেন।
 
জেলার ঘিওর, দৌলতপুর ও শিবালয়ে সব আশ্রয়ণ প্রকল্পে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেলের নামে পাঁচটি গরু  কোরবানি দেওয়া হয়।

এমপি দুর্জয় জানান, ঘিওরে সিংজুরী ইউনিয়নের বালিয়াবাধা আশ্রয়ণ, ঘিওর ইউনিয়নের মাইলাগী আশ্রয়ণ, শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নে ৮নং ওয়ার্ড ও ৯নং ওয়ার্ডের আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীদের ঈদের শুভেচ্ছাস্বরূপ এই কোরবানি দেওয়া হয়।

এ ছাড়া দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের মান্দাত্মায় ও থানার পাশে রেড ক্রিসেন্টসংলগ্ন আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীদের জন্য কোরবানির গরু উপহারস্বরূপ পাঠিয়ে দেন তিনি।

ঈদের দিন এই কোরবানির গরুর মাংস পেয়ে আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীরা অনেক খুশি।

স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সব অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এমপির পক্ষ থেকে আশ্রয়ণ প্রকল্পের ঘরে ঘরে মাংস পৌঁছে দেন।

এ প্রসঙ্গে মানিকগঞ্জ-১ আসনের এমপি এএম নাঈমুর রহমান দুর্জয় বলেন, আমাদের প্রধানমন্ত্রী আশ্রয়হীনদের জমিসহ একটি সুন্দর ঘর দিয়ে মাথা গোজার ব্যবস্থা করেছেন।

ওই সব হতদরিদ্র মানুষের সামর্থ্য নেই কোরবানি দেওয়ার। এ চিন্তাধারা থেকে আশ্রয়ণ প্রকল্পের অধিবাসীদের জন্য কোরবানির ব্যবস্থা করেছি।