• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মানিকগঞ্জে লকডাউন বাস্তবায়নে তৎপর পুলিশ-প্রশাসন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৮ জুলাই ২০২১  

দ্বিতীয় দফায় সারাদেশে দুই সপ্তাহব্যাপি কঠোর লকডাউনের ষষ্ঠ দিনেও মানিকগঞ্জের সড়ক মহাসড়কে যানবাহন ও মানুষের চলাচল অব্যাহত। আর এই লকডাউন বাস্তবায়নে সকাল থেকেই বিভিন্ন সড়ক-মহাসড়কে ব্যস্ত পুলিশ-প্রশাসন। 

ঢাকা-আরিচা মহাসড়ক ও হেমায়েতপুর সিংগাইর মানিকগঞ্জ আঞ্চলিক সড়কে রিক্সা, ভ্যান, অটোরিক্সা, ব্যক্তিগত ছোটগাড়ি, মোটরসাইকেল চলাচল করছে। তবে যাত্রীবাহী পরিবহণ চলাচল বন্ধ রয়েছে। সেই সাথে বন্ধ রয়েছে শপিংমল ও দোকানপাট। নিয়ম ভঙ্গ করে যে সকল যানবাহন চলাচল করছে তাদের বিরুদ্ধে প্রতিদিন মামলা হচ্ছে। 

অন্যদিকে, পাটুরিয়া ঘাট এলাকায় কোন চাপ নেই। তবে দৌলতদিয়া প্রান্ত থেকে জরুরী ও পণ্যবাহী ট্রাকের সাথে খুব সহজেই কর্মজীবি লোকজন নদী পার হয়ে ঢাকায় ফিরছেন । ফলে রাস্তা-ঘাটে প্রচুর লোকজন চলাচল করছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে  প্রয়োজনীয় ফেরি দিয়ে জরুরী সেবায় নিয়োজিত গাড়ি, পণ্যবাহী ট্রাকসহ লোকজন পারাপার হচ্ছে।