• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

বললেন ওষুধ কিনতে বের হয়েছেন, তল্লাশি করে মিলল ইয়াবা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৮ জুলাই ২০২১  

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় ভিটামিন ওষুধের কৌটায় করে কৌশলে ইয়াবা বিক্রির সময় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ জুলাই) দিবাগত রাতে থানার সিডিএ আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতাররা হলেন- মো. হারুন অর রশিদ (৩৫) ও মো. ইসমাঈল পারভেজ (৩৩)।

পুলিশ জানায়, গতকাল (মঙ্গলবার) রাতে আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ৯ নম্বর রোডে টহল দেয়ার সময় হারুন নামে এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এত রাতে বাইরে কেন জানতে চাইলে তিনি ওষুধ কিনতে বের হয়েছেন বলে জানান। পরে তাকে তল্লাশি করে একটি ভিটামিন ওষুধের কৌটা পাওয়া যায়। কিন্তু সেই কৌটায় ভিটামিনের কোনো ওষুধ বা ক্যাপসুল ছিল না। সেখানে লুকানো ছিল ৪২ পিস ইয়াবা। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বন্দর থানার হাড্ডি কলোনি থেকে গ্রেফতার করা হয় আরেক মাদক কারবারি পারভেজকে।

পুলিশ আরও জানায়, পারভেজ ডবলমুরিং থানার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি আগে গাঁজা বিক্রি করতেন। ২০১১ সালে ১২০ কেজি গাঁজাসহ একবার ডবলমুরিং থানায় গ্রেফতার হয়েছিলেন তিনি। তার বাবাও থানার তালিকাভুক্ত ফেনসিডিল কারবারি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন  বলেন, ‘গ্রেফতার পারভেজের বিরুদ্ধে দুটি ও হারুনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আরেকটি মাদক আইনে মামলা দায়ের করে আজ (বুধবার) আদালতে প্রেরণ করা হয়েছে।’