• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

বিজ্ঞান নির্ভর শিক্ষা ব্যবস্থা তৈরির তাগিদ প্রধানমন্ত্রীর

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২১  

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বিজ্ঞান নির্ভর শিক্ষা ব্যবস্থা তৈরি করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার  গণভবনে জাতীয় শিক্ষাক্রমের খসড়া রূপরেখা উপস্থাপন অনুষ্ঠানে এক কথা বলেন তিনি।

আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে প্রয়োজনে শিক্ষানীতি পরিবর্তন করে শিক্ষা কার্যক্রম সাজানোর পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব পরিস্থিতির সাথে তাল মিলিয়ে বিজ্ঞান-প্রযুক্তি নির্ভর শিক্ষা কার্যক্রমে গুরুত্ব দেয়া প্রয়োজন। প্রাথমিক পর্যায়ে শিক্ষা ব্যবস্থা জনপ্রিয় করেছে সরকার। সেই সাথে স্কুল-কলেজে শিক্ষা ব্যবস্থা আরো আকর্ষণীয় করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, আমাদের যে নীতিমালা আছে, নীতিমালার ভিত্তিতে আমরা করব। কিন্তু এটা সব সময় সবার সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হবে এবং বিশ্ব পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে।

এই বিজ্ঞান প্রযুক্তি জ্ঞানের ক্ষেত্রে যখন বিশ্ব এগিয়ে যায়, আমরা কোনোমতেই পিছিয়ে থাকতে পারি না। আরেকটা বিষয় আমি লক্ষ্য করেছিলাম, আমাদের দেশের ছেলেমেয়েদের বিজ্ঞানের প্রতি অনীহা।

বিজ্ঞান শিক্ষা তারা নিতেই চাইত না। বিজ্ঞান বিভাগের লোকই পাওয়া যেত না। এ রকম একটা সময় কিন্তু ছিল। আমরা বিজ্ঞান শিক্ষায় গুরুত্ব দেই। আমরা ১২টা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করে দিয়েছি।”

ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে সরকারের নেয়া পদক্ষেপগুলোর কথাও অনুষ্ঠানে বলেন প্রধানমন্ত্রী।