• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

রাজধানীতে সিএনজিতে বাসের ধাক্কা, ডিপিডিসির গাড়িচালক নিহত

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২১  

রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশা উল্টে গতকাল বৃহস্পতিবার এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নাম জয়নাল আবেদিন মজুমদার (৫৫)। তিনি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানির (ডিপিডিসি) গাড়িচালক। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন।

আহতরা হলেন জয়নালের স্ত্রী ফেরদৌসী বেগম (৪৫), লাইনম্যান আবদুল কবির আকন্দ (৫৮), পিয়ন মালতি রায় চৌধুরী (৫০) ও অটোরিকশাচালক মহির উদ্দিন (৩৫)। তাঁরা ঢামেক হাসপাতলে চিকিত্সাধীন। জয়নাল আবেদিন মজুমদারের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলায়। রাজধানী জুরাইনের পাটেরবাগ এলাকায় থাকতেন তিনি। 

জয়নালের সহকর্মীরা জানান, ডিপিডিসির কর্মচারীদের খিলগাঁও জোনের নির্বাচনে ভোট দিয়ে সিএনজি অটোরিকশায় করে জুরাইন অফিসের দিকে যাচ্ছিলেন তাঁরা। ফ্লাইওভারের ওপরে মৌমিতা পরিবহনের একটি বাস সিএনজি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। পরে আহত অবস্থায় জয়নালসহ পাঁচজনকে ঢামেকে নেওয়া হয়।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম জানান, বাসটি জব্দ করা হয়েছে।