• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পাটাতন ভেঙে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২১  

অতিরিক্ত ওভার লোডে ট্রাক চলাচলের কারণে আবার বেইলী ব্রিজের পাটাতন ভেঙে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কে ৮ ঘন্টা ধরে যান চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে চারটায় নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের টেংরীপাড়া এলাকায় বেইলী ব্রিজের পাটাতন ভেঙে গাছ ভর্তি একটি ট্রাক আটকে যায়। এরপর থেকে জুমা নামাজের পর এ রিপোর্ট লিখা  পর্যন্ত এ সড়কের যান চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি ভাদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান খান নিশ্চিত করেছেন।


চেয়ারম্যান মো. হাবিবুর রহমান খান জানান, নাগরপুর থেকে গাছ ভর্তি একটি ট্রাক মানিকগঞ্জের দিকে যাচ্ছিলো। ভোর সাড়ে চারটার দিকে ট্রাকটি ট্রেংরীপাড়া বেইলী ব্রিজের পাটাতন ভেঙ্গে ট্রাকটি আটকে যান চলাচল বন্ধ হয়ে যায়। এই বেইলী ব্রিজের ধারণ ক্ষমতা ৮ টন থাকলেও প্রতিনিয়ত এই ব্রিজ দিয়ে ১৫ থেকে ২০ টন ওজনের যানবাহন চলাচল করায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। গত ১৫ দিন আগেও এই ব্রিজটির পাটাতন ভেঙ্গে যান চলাচল বন্ধ হয়েছিলো। চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। এআ সমস্যার স্হায়ী সমাধানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের জানান হয়েছে।

স্থানীয়রা জানান, এই ব্রিজ দিয়ে প্রতিদিন দৌলতপুর, মানিকগঞ্জ, ঢাকা, ফরিদপুর, রাজবাড়ীসহ বিভিন্ন অঞ্চলের  যানবাহন চলাচল করে থাকে।

টাঙ্গাইল সড়ক বিভাগের সহকারি প্রকৌশলী এস.এম আলামিন বলেন, ট্রাক সরানোসহ ব্রিজের পাটাতন সংস্কার করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হবে।