• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

গাজীপুরে অপহরণকারী চক্রের মূলহোতা ফাহিম আটক

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২১  

গাজীপুরের একটি অপহরণকারী চক্রের মূলহোতাকে আটক করা হয়েছে।  বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর মহানগরের বাসন থানার ইটাহাটা এলাকা থেকে মো. ফাহিম (৩০) নামে ওই ব্যক্তিকে আটক করে বাসন থানা পুলিশ।


ফাহিম ইটাহাটা এলাকার কাজী আনিসুর রহমানের ছেলে। সে ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে অপহরণ ও মুক্তিপণ আদায়ের সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে।

বাসন থানাসূত্রে জানা যায়, অভিযুক্ত ফাহিম ও তার দুই সহযোগীকে আসামি করে গত ৯ সেপ্টেম্বর মো. ইশারত আলী নামে স্থানীয় এক ব্যক্তি বাদী হয়ে বাসন থানায় একটি মামলা করেন।

মামলায় বাদী অভিযোগ করে বলেন, গত ৭ সেপ্টেম্বর বাড়ি থেকে ডেকে নিয়ে সুকৌশলে তাকে অপহরণ করে পূর্বপরিচিত ফাহিম ও তার সহযোগীরা। পরে তার পরিবারের কাছে আট লাখ টাকা মুক্তিপণ দাবি করে চক্রটি।

ভুক্তভোগীর পরিবার তাদের কাছে এক লাখ টাকা পৌঁছে দিলে তারা বাকি টাকার জন্য এক ঘণ্টা সময় বেঁধে দেয়। তবে একপর্যায়ে ইশারত আলী মুখের বাঁধন খোলা পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে এবং অপহরণকারীরা পালিয়ে যায়।

এ বিষয়ে বাসন থানার ওসি মালেক খসরু খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইটাহাটা এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের মূলহোতা ফাহিমকে আটক করা হয়েছে। 
ফাহিম ‘একজন দুর্ধর্ষ অপরাধী’ উল্লেখ করে তিনি বলেন, অভিযান পরিচালনাকালে একজন পুলিশ সদস্যকে মেরে আহত করে সে। শিগগিরই তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।