• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সাভারে বাড়ির ছাদে গাঁজা চাষ, ২৫ গাছসহ আটক ১

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২১  

ঢাকার সাভারে ২৫টি গাঁজা গাছসহ হোসেন আলী (৫০) নামে একজনকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। বুধবার (২৯ সেপ্টেম্বর)  উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কাকাবো এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, বিরুলিয়া ইউনিয়নের কাকাবো এলাকায় বাড়ির ছাদে টপের মধ্যে দীর্ঘদিন যাবৎ গাঁজা চাষ করে আসছিল হোসেন আলী নামে এক ব্যক্তি। পরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার  ওই বাড়িতে অভিযান চালিয়ে ২৫টি গাঁজা গাছসহ তাকে আটক করা হয়।

বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান সুজন বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি। আমি নিজে উদ্যোগ নিয়ে বিরুলিয়া ইউনিয়নে যারা মাদকের সাথে জড়িত তাদের চিহ্নিত করে পুলিশের সহযোগিতা নিয়ে মাদক নির্মূলে চেষ্টা করে যাচ্ছি।’

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কুদ্দুস বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিরুলিয়া ইউনিয়নের কাকাবো এলাকায় অভিযান চালিয়ে ছাদে টপের মধ্যে চাষ করা বড় গাঁজা গাছসহ হোসেন আলী নামে একজনকে আটক করা হয়েছে। আটককৃত হোসেন আলীর বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।’