• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আশুলিয়ায় অভিযানে ২২ ধরনের ওষুধ জব্দ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২১  

রাজধানী ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় ফার্মেসির দোকানে অভিযান চালিয়ে অবৈধ ও আমদানি নিষিদ্ধ ২২ ধরনের ওষুধ জব্দ করেছে ঔষধ প্রশাসন।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জামগড়া এলাকায় এ অভিযান চালানো হয়।


জানা গেছে, ভারতীয় অবৈধ ওষুধ বিক্রির অভিযোগে জামগড়ায় অভিযান চালায় ঔষধ প্রশাসন। এসময় সুফিয়া ফার্মেসি থেকে ২২ ধরনের অবৈধ ও নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়। অভিযান চলাকালে জামগড়া এলাকার সব ওষুধের দোকান বন্ধ করে পালিয়ে যান মালিকেরা।

স্থানীয়রা জানান, জামগড়া এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ ও নকল ওষুধের একটি সিন্ডিকেট ব্যবসা চলিয়ে আসছে। অভিযানের খবর পেলেই তারা দোকান বন্ধ করে পালিয়ে যায়। এভাবেই দিনের পর দিন ব্যবসা চালাচ্ছেন তারা।

ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক সৈকত কুমার জানান, অভিযানের খবর পেয়ে পালিয়ে থাকার সুযোগ নেই। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।