• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

গাজীপুরে হাইটেক সিটিতে হচ্ছে `বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়`

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২১  

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে গড়ে তোলা হচ্ছে বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়। এটির নির্মাণ কাজ চলছে, আগামী দুই বছরের মধ্যে শেষ হবে বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ। এটি হবে বিশ্বের একমাত্র উন্নত মানসম্পন্ন ও বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা।


মঙ্গলবার  গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা প্রশাসন ও হাইটেক সিটির আয়োজনে উপজেলা হল রুমে 'সেন্টার অব এক্সিলেন্স ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি' প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কালিয়াকৈরের সিটি হবে এই বঙ্গবন্ধু হাইটেক সিটি। যেখানে আগামী দুই বছরের মধ্যে দুই লাখ মানুষের কর্মসংস্থান হবে। পরবর্তীতে সম্পূর্ণ কাজ হয়ে গেলে এ বঙ্গবন্ধু হাইটেক সিটি হবে মোট ৫ লাখ মানুষের কর্মসংস্থান। এছাড়া বঙ্গবন্ধু হাইটেক সিটিকে কেন্দ্র করে গাজীপুরের টঙ্গী থেকে কালিয়াকৈর হাইটেক রেলস্টেশন পর্যন্ত ডাবল রেললাইন করার কাজ চলছে। এ কাজ শেষ হলে কালিয়াকৈর টু ঢাকা প্রতি ঘণ্টায় এই লাইনে ট্রেন চলাচল করবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রালয়ের সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, হাইটেক সিটির ব্যবস্থাপনা সম্পাদক বিকর্ণ্য কুমার ঘোষ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম ইবনে সাকাপি প্রমুখ।