• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

রায়পুরে কারেন্ট জাল ও মাছ জব্দ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২১  

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ২ লাখ ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫০ কেজি মা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় অভিযানের খবর টের পেয়ে জালের সাথে সংশ্লিষ্ট জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা যায়নি। জব্দকৃত জালগুলো লোকজনের সামনে আগুনে পুড়িয়ে ফেলা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। পুড়িয়ে ফেলা কারেন্ট জালের বর্তমান বাজার মূল্য প্রায় ৭৩ লক্ষ ৫০ হাজার টাকা।   
 
আজ বৃহস্পতিবার রায়পুর উপজেলার মেঘনা নদীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাজু মোল্লার ঘাট, আলতাফ মাস্টার ঘাট, সমিতি বাজার, বেঁড়িবাাঁধ ও কাটাখাল এলাকায় মা ইলিশ রক্ষা অভিযান পরিরচালনা করে নদীতে জাল পাতানো অবস্থায় ২ লাখ ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫০ কেজি মা ইলিশ আটক করা হয়। কোস্টগার্ডের চৌকস দল ও সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান অভিযানের সময় উপস্থিত ছিলেন। অভিযানের খবর টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ার কারণে কাউকে গ্রেফতার করা যায়নি।  এছাড়া জব্দকৃত অবৈধ কারেন্ট জাল লোকসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং আটককৃত ইলিশ মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। 
 
উপকূলীয় ও নদী এলাকায় মৎস্য অভয়াশ্রমগুলোতে ইলিশের প্রজনন ক্ষেত্র সংরক্ষণের লক্ষে কোস্টগার্ডের  অভিযান অব্যাহত থাকবে।